Ajker Patrika

গুজরাটে বিষাক্ত গ্যাস লিক, ৬ জনের মৃত্যু 

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১১: ০২
গুজরাটে বিষাক্ত গ্যাস লিক, ৬ জনের মৃত্যু 

ভারতের গুজরাটে বিষাক্ত গ্যাস লিক হয়ে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অসুস্থ অবস্থায় আরও ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সুরাটে অবস্থিত গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশনের একটি ট্যাংকার থেকে এই বিষাক্ত গ্যাস লিক হয়। 

একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এনএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, অসুস্থদের সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, ট্যাংকার থেকে বিষাক্ত গ্যাস পানিতে নির্গত হচ্ছিল। ধারণা করা হচ্ছে, কেউ এর আগে খুব বেশি রাসায়নিক পদার্থ জলের মধ্যে নিঃসৃত করেছিল এবং সম্ভবত, রাসায়নিকের মিশ্রণের ফলে বিষাক্ত গ্যাস নির্গত হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ ঘটনার জেরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। মিলের পাশে ছিল একটি নালা। সেখানে অজ্ঞাতপরিচয় এক ট্যাংকারচালক কোনো রাসায়নিক সেই নালায় ঢেলে দেন।  তা নালায় পড়ার পর  গ্যাসে ভরে যায় গোটা এলাকা। তার পাশেই থাকা একটি কারখানার ২৮ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

এদের মধ্যে ছয়জন হাসপাতালে নেওয়ার পর মারা যান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত