ভারতের দিল্লিতে প্রেমিকের সঙ্গে লিভ ইনে থাকা এক তরুণীর নৃশংস খুনের ঘটনায় বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের একজন কেন্দ্রীয় মন্ত্রী। কৌশল কিশোর নামের ওই মন্ত্রী বলেছেন, ‘শিক্ষিত মেয়েদের লিভ ইনে থাকা উচিত নয়।’ ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে কৌশল কিশোরের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন শিবসেনা নেতা ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৌশলকে বরখাস্ত করার দাবি করেছেন।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে কৌশল কিশোর বলেছেন, ‘লিভ ইন সম্পর্ক মানুষকে অপরাধের দিকে নিয়ে যায়।’ তিনি দিল্লির আলোচিত খুনের ঘটনাকে ইঙ্গিত করে বলেন, ‘এই ঘটনাগুলো সেই সব মেয়ের সঙ্গেই ঘটে, যারা নিজেদের সুশিক্ষিত, স্পষ্টবাদী ও দূরদর্শী বলে মনে করে।’
ভারতের এই মন্ত্রী শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলার কথা উল্লেখ করে সংবাদমাধ্যম নিউজ ১৮-কে বলেন, ‘কেন তারা লিভ ইন রিলেশনশিপে বসবাস করেছে? যদি তাদের তা করতেই হয়, তাহলে লিভ ইন সম্পর্কের জন্য যথাযথ নিবন্ধন হওয়া উচিত ছিল। যদি বাবা-মা প্রকাশ্যে এ ধরনের সম্পর্ক মেনে নিতে রাজি না হোন, তাহলে আপনার কোর্ট ম্যারেজ করা উচিত এবং তার পরে একসঙ্গে বসবাস করা উচিত।’
শিক্ষিত মেয়েদের দায়ী করে মন্ত্রী কৌশল আরও বলেন, ‘মেয়েদের খেয়াল রাখতে হবে, কেন তারা এমন করছে। মনে রাখতে হবে, শ্রদ্ধার বাবা ও মা দুজনেই তাদের সম্পর্কটি প্রত্যাখ্যান করেছিলেন। শিক্ষিত মেয়েদের এ ধরনের সম্পর্কে জড়ানো উচিত নয়।’
কৌশলের এমন মন্তব্যে ভীষণ ক্ষুব্ধ হয়েছেন প্রিয়াঙ্কা চতুর্বেদী। শিবসেনার এই সংসদ সদস্য টুইটার পোস্টে বলেছেন, ‘আমি সত্যিই বিস্মিত! তিনি যে বলেননি মেয়েরা কেন এ দেশে জন্মেছে, এটাই বিস্ময়ের। এ দেশে নির্লজ্জতা, হৃদয়হীনতা, নিষ্ঠুরতা এবং সব সমস্যার জন্য মেয়েদের দায়ী করার মানসিকতা দিনে দিনে বাড়ছে।’
অন্য এক পোস্টে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী যদি সত্যিই নারীর শক্তিতে বিশ্বাস করেন, তবে তাঁর উচিত এখনই এই মন্ত্রীকে বরখাস্ত করা।’
গত ১৪ নভেম্বর দিল্লিতে আফতাব পুনাওয়ালা নামের এক ব্যক্তি তাঁর বান্ধবী (লিভ-ইন পার্টনার) শ্রদ্ধা ওয়াকারকে হত্যা করে কুপিয়ে ৩৫ টুকরো করেন। এরপর টুকরাগুলো ফ্রিজে ভরে রাখেন এবং প্রতিদিন দুই টুকরো করে জঙ্গলের বিভিন্ন স্থানে রেখে আসেন টানা ১৮ দিন ধরে।
এ ঘটনা প্রকাশ্যে আসার পর ভারতজুড়ে তোলপাড় চলছে। এরই মধ্যে একজন কেন্দ্রীয় মন্ত্রী বিস্ফোরক মন্তব্য করে বসলেন। এখন তাঁর মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে তোলপাড়।
ভারতের দিল্লিতে প্রেমিকের সঙ্গে লিভ ইনে থাকা এক তরুণীর নৃশংস খুনের ঘটনায় বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের একজন কেন্দ্রীয় মন্ত্রী। কৌশল কিশোর নামের ওই মন্ত্রী বলেছেন, ‘শিক্ষিত মেয়েদের লিভ ইনে থাকা উচিত নয়।’ ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে কৌশল কিশোরের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন শিবসেনা নেতা ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৌশলকে বরখাস্ত করার দাবি করেছেন।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে কৌশল কিশোর বলেছেন, ‘লিভ ইন সম্পর্ক মানুষকে অপরাধের দিকে নিয়ে যায়।’ তিনি দিল্লির আলোচিত খুনের ঘটনাকে ইঙ্গিত করে বলেন, ‘এই ঘটনাগুলো সেই সব মেয়ের সঙ্গেই ঘটে, যারা নিজেদের সুশিক্ষিত, স্পষ্টবাদী ও দূরদর্শী বলে মনে করে।’
ভারতের এই মন্ত্রী শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলার কথা উল্লেখ করে সংবাদমাধ্যম নিউজ ১৮-কে বলেন, ‘কেন তারা লিভ ইন রিলেশনশিপে বসবাস করেছে? যদি তাদের তা করতেই হয়, তাহলে লিভ ইন সম্পর্কের জন্য যথাযথ নিবন্ধন হওয়া উচিত ছিল। যদি বাবা-মা প্রকাশ্যে এ ধরনের সম্পর্ক মেনে নিতে রাজি না হোন, তাহলে আপনার কোর্ট ম্যারেজ করা উচিত এবং তার পরে একসঙ্গে বসবাস করা উচিত।’
শিক্ষিত মেয়েদের দায়ী করে মন্ত্রী কৌশল আরও বলেন, ‘মেয়েদের খেয়াল রাখতে হবে, কেন তারা এমন করছে। মনে রাখতে হবে, শ্রদ্ধার বাবা ও মা দুজনেই তাদের সম্পর্কটি প্রত্যাখ্যান করেছিলেন। শিক্ষিত মেয়েদের এ ধরনের সম্পর্কে জড়ানো উচিত নয়।’
কৌশলের এমন মন্তব্যে ভীষণ ক্ষুব্ধ হয়েছেন প্রিয়াঙ্কা চতুর্বেদী। শিবসেনার এই সংসদ সদস্য টুইটার পোস্টে বলেছেন, ‘আমি সত্যিই বিস্মিত! তিনি যে বলেননি মেয়েরা কেন এ দেশে জন্মেছে, এটাই বিস্ময়ের। এ দেশে নির্লজ্জতা, হৃদয়হীনতা, নিষ্ঠুরতা এবং সব সমস্যার জন্য মেয়েদের দায়ী করার মানসিকতা দিনে দিনে বাড়ছে।’
অন্য এক পোস্টে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী যদি সত্যিই নারীর শক্তিতে বিশ্বাস করেন, তবে তাঁর উচিত এখনই এই মন্ত্রীকে বরখাস্ত করা।’
গত ১৪ নভেম্বর দিল্লিতে আফতাব পুনাওয়ালা নামের এক ব্যক্তি তাঁর বান্ধবী (লিভ-ইন পার্টনার) শ্রদ্ধা ওয়াকারকে হত্যা করে কুপিয়ে ৩৫ টুকরো করেন। এরপর টুকরাগুলো ফ্রিজে ভরে রাখেন এবং প্রতিদিন দুই টুকরো করে জঙ্গলের বিভিন্ন স্থানে রেখে আসেন টানা ১৮ দিন ধরে।
এ ঘটনা প্রকাশ্যে আসার পর ভারতজুড়ে তোলপাড় চলছে। এরই মধ্যে একজন কেন্দ্রীয় মন্ত্রী বিস্ফোরক মন্তব্য করে বসলেন। এখন তাঁর মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে তোলপাড়।
ভারত-পাকিস্তানের গত কয়েক দিনের সংঘর্ষে তুরস্ক খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন করেছে। ধারণা করা হচ্ছে, এ কারণেই ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
৩ ঘণ্টা আগে২০২৪ সালের ১৮ আগস্ট। ছুটি কাটানোর শেষ দিন ছিল এটি। বিলাসবহুল বেশিয়ান ইয়টে থাকা অতিথিরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ব্রিটিশ এই প্রমোদতরিটির মালিক মাইক লিঞ্চ। একটি প্রতারণা মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ার খুশিতে তিনি বন্ধু ও পরিবারের সঙ্গে উদ্যাপনে ছিলেন।
৪ ঘণ্টা আগেপশ্চিমবঙ্গের তিস্তা অববাহিকায় সম্প্রতি অনুষ্ঠিত ‘তিস্তা প্রহার’ সামরিক মহড়াকে ঘিরে নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে ভারত। শিলিগুড়ি করিডরের কাছে হওয়া এই বৃহৎ মহড়ায় আধুনিক অস্ত্র ও যৌথ যুদ্ধ-কৌশল প্রদর্শনের মাধ্যমে ভারত প্রতিবেশী দেশগুলোকে বার্তা দেওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
৬ ঘণ্টা আগেতুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি প্রতিনিধিদল পাঠিয়েছেন। মস্কোর সময় গতকাল বুধবার (১৪ মে) মধ্যরাতের একটু আগে ক্রেমলিন আলোচনায় অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করে।
৬ ঘণ্টা আগে