Ajker Patrika

কলকাতার পৌর নির্বাচনে সন্ত্রাসের অভিযোগে বিক্ষোভ

কলকাতা প্রতিনিধি
Thumbnail image

কলকাতা পৌরসভা ১৪৪টি ওয়ার্ডের ভোটগ্রহণ চলছে। শাসক দল তৃণমূলের দাবি, মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন। তবে বিরোধীরা ভোটে কারচুপি ও সন্ত্রাসের অভিযোগে সোচ্চার। 

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, বড় ধরনের গোলমালের কোনো অভিযোগ নেই। 

কলকাতা পৌর নিগমের ৪০ লাখেরও বেশি ভোটার আজ ইভিএমে ভোট দিচ্ছেন। প্রার্থী রয়েছেন মোট ৯৫০ জন। তৃণমূল সব কটি আসনেই প্রার্থী দিয়েছে। বিজেপির প্রার্থী সংখ্যা ১৪২। বামেরা লড়ছে ১২৯ আসনে এবং কংগ্রেস ১২১ আসনে প্রার্থী দিয়েছে। 

রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বিঘ্নেই ভোট চলছে। বুথে বুথে সকাল থেকেই লম্বা লাইন চোখে পড়ে। মোট ৪,৯৫৯ বুথে চলছে ভোট। দুপুর দুটো পর্যন্ত ভোট পড়েছে ৪০ শতাংশের কাছাকাছি। 

ভোটে জালিয়াতি ও সন্ত্রাসের অভিযোগে সোচ্চার বিরোধীরা। কলকাতার বিভিন্ন জায়গায় বিজেপি, সিপিএম ও কংগ্রেস সমর্থকদের বিক্ষোভ চোখে পড়ে। তাঁদের অভিযোগ, ভোটের নামে প্রহসন চলছে। 

তবে কলকাতার প্রথম মুসলিম মেয়র ফিরহাদ হাকিম বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করেন হার নিশ্চিত বুঝেই বিরোধীরা নিজেদের লজ্জা ঢাকতে জালিয়াতির গল্প ফাঁদছে। তিনি স্মরণ করিয়ে দেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইয়ের ছেলে তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দলীয় কর্মীদের ভোটে কোনো ধরনের বেয়াদবি না করার কড়া নির্দেশ দিয়েছেন। 

কলকাতা করপোরেশনের ভোট গণনা আগামী মঙ্গলবার। নির্বাচিত কাউন্সিলররাই মেয়র নির্বাচিত করবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত