Ajker Patrika

কনে পাকিস্তানি, ভিসা না পেয়ে অনলাইনে বিয়ে করলেন বিজেপি নেতার ছেলে

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৪: ৪৩
কনে পাকিস্তানি, ভিসা না পেয়ে অনলাইনে বিয়ে করলেন বিজেপি নেতার ছেলে

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের জৌনপুর জেলায় এক বিজেপি নেতার ছেলে পাকিস্তানের মেয়েকে বিয়ে করেছেন। অবশ্য ভিসা জটিলতায় পড়ে বিয়ের অনুষ্ঠানে বর-কনে সশরীরে উপস্থিত ছিলেন না। তাঁরা অনলাইনে ‘নিকাহ’ সেরেছেন। 

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ওই নেতার নাম তাহসিন শাহিদ। তাঁর বড় ছেলে মোহাম্মদ আব্বাস হায়দারের সঙ্গে লাহোরের বাসিন্দা আন্দালিপ জাহরার বিয়ে হয়েছে। 

দুই প্রতিবেশীর চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে বর ভিসার জন্য আবেদন করেও পাননি। 

কিন্তু এর মধ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন কনের মা রানা ইয়াসমিন জাইদি অসুস্থ হয়ে পাকিস্তানের একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি হন। এই পরিস্থিতিতে শাহিদ অনলাইনে বিয়ে করার সিদ্ধান্ত নেন। 

গত শুক্রবার রাতে শাহিদ ‘বরাতি’ নিয়ে একটি ইমামবাড়ায় (আশুরার শোক পালনের উদ্দেশ্যে নির্মিত শিয়া মুসলিমদের সম্মেলন ভবন) জড়ো হন এবং অনলাইনে ‘নিকাহ’ অনুষ্ঠানে অংশ নেন। লাহোর থেকে কনের পরিবারও অনুষ্ঠানে যোগ দেয়। 

এই বিয়ে ইসলামি শরিয়াসিদ্ধ কি না, তার ব্যাখ্যায় শিয়া ধর্মীয় নেতা মাওলানা মাহফুজুল হাসান খান বলেন, ইসলামে নারীর সম্মতি ‘নিকাহ’র জন্য অপরিহার্য। উভয় পক্ষের অভিভাবকেরা একসঙ্গে অনুষ্ঠান পরিচালনা করতে পারলে অনলাইনে ‘নিকাহ’ সম্ভব। 

হায়দার আশা করছেন, তাঁর স্ত্রী শিগগিরই ভারতীয় ভিসা পাবেন। 

বিয়ের অনুষ্ঠানে বিজেপি রাজ্য আইন পরিষদের সদস্য (এমএলসি) ব্রিজেশ সিং প্রিশু এবং অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত