Ajker Patrika

বাংলাদেশিদের সুবিধার্থে আরও একটি বিমানবন্দর হচ্ছে ত্রিপুরায়

কলকাতা প্রতিনিধি
বাংলাদেশিদের সুবিধার্থে আরও একটি বিমানবন্দর হচ্ছে ত্রিপুরায়

বাংলাদেশি জনগণের সুবিধার্থে ত্রিপুরার রাজধানী আগরতলায় আরও একটি বিমানবন্দর তৈরি করা হবে। ত্রিপুরা সফররত বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে এ কথা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে আগরতলা বিমানবন্দর থেকে প্রচুর বাংলাদেশি যাত্রী যাতায়াত করেন। এটা মাথায় রেখেই কৈলাসহরে আরও একটি বিমানবন্দর নির্মাণের জন্য প্রধানমন্ত্রী ৫০০ কোটি রুপি মঞ্জুর করেছেন।’  এ সময়, আগরতলা-আখাউড়া স্থলবন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য দেশটির কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানান তিনি। একই সঙ্গে, আগরতলা থেকে ঢাকা, চট্টগ্রাম ও ব্যাংকক বিমান পরিবহন সেবাও অবিলম্বে চালুরও প্রস্তাব দেন তিনি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মনে করেন, আগামী দিনে চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য আমদানি করা হলে বাংলাদেশের পরিবহন ব্যবসায়ী থেকে শুরু করে সকলেরই লাভ হবে। উপকৃত হবেন এখানকার মানুষও। তিনি ডিজিটাল বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাঁর ভাষণে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদানের কথা স্মরণ করেন। সেই সঙ্গে তিনি তথ্যপ্রযুক্তি খাতে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরেরও প্রস্তাব দেন। পলকের কথায় উঠে আসে মুক্তিযুদ্ধে ত্রিপুরা তথা গোটা ভারতের অবদানের কথা। তিনি বলেন, ভারত বাংলাদেশের দুঃসময়ের বন্ধু।

বাংলাদেশ বিজনেস সামিট উপলক্ষে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গত বৃহস্পতিবার আগরতলায় যান। শুক্রবার তিনি সেখানকার আইসিটি পার্কগুলো ঘুরে দেখেন ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া, রাজ্যের মুখ্যমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেন তিনি। শনিবার তাঁর সড়ক পথে ঢাকায় ফেরার কথা। 

জুনাইদ আহমেদ পলকের সম্মানে ত্রিপুরা রাজ্যে সংখ্যালঘু উন্নয়ন দপ্তর ইফতারের আয়োজন করে। 

  

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত