Ajker Patrika

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিদ্দারামাইয়া

আপডেট : ২০ মে ২০২৩, ১৭: ৫২
কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিদ্দারামাইয়া

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সিদ্দারামাইয়া। একই সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজ্য কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির। 

আজ শনিবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর কান্তিভেরা স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। তাঁদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল থোয়ারচাঁদ গেহলট। মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর পাশাপাশি নতুন মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেসের আরও আট বিধায়ক। 

এ নিয়ে দ্বিতীয়বারের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদে বসলেন ৭৫ বছর বয়সী সিদ্দারামাইয়া। এর আগে ২০১৩ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। 

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয় বিজেপিবিরোধী অন্য জাতীয় ও আঞ্চলিক দলের নেতাদের। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দলের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রমুখ। 

১০ মে বিধানসভা নির্বাচনে ২২৪ আসনের মধ্যে ১৩৫টি আসন পেয়ে বিজেপিকে বড় ব্যবধানে হারায় কংগ্রেস। পাশাপাশি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসে তারা। ৬৬ আসন নিয়ে বিজেপি দ্বিতীয় এবং ১৯ আসনে জয় পেয়ে তৃতীয় হয় জেডি-এস। 

কর্ণাটক বিধানসভা নির্বাচনে রেকর্ড জয়ের পরও কংগ্রেসকে চিন্তায় ফেলে মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে শিবকুমার ও সিদ্দারামাইয়ার স্নায়ু লড়াই। মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে শুরু হয় জটিলতা। অবশেষে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের মধ্যস্থতায় দলের স্বার্থে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে রাজি হন শিবকুমার।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত