Ajker Patrika

কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে ২ সেনা নিহত 

কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে ২ সেনা নিহত 

ফের নতুন করে উত্তপ্ত জম্মু-কাশ্মীর। সন্ত্রাসবিরোধী অভিযানের সময় অস্ত্রধারীদের গুলিতে দুই সেনা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুঞ্চ জেলায় এই ঘটনাটি ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে হয়েছে।

গত রোববার ভারতের জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে একটি অভিযানের সময় এনকাউন্টারে ভারতীয় সেনাবাহিনীর একজন জুনিয়র অফিসারসহ পাঁচ সেনা নিহত হন। কর্মকর্তারা বলছেন, ওই হামলার সঙ্গে জড়িতদের সঙ্গে এনকাউন্টারের ঘটনায় সেনা বাহিনীর এক কর্মকর্তাসহ দুই সেনা সদস্য নিহত হন। 

এর আগে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ সেনা সদস্য আহত হয়েছেন। 

এদিকে কাশ্মীরিদের ওপর আক্রমণ এবং সীমান্তে অনুপ্রবেশ বন্ধ না করলে আবারও পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল বৃহস্পতিবার গোয়ার ধরবান্দোরায় একটি অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত