ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক সাক্ষাৎকারে গিয়ে ক্যামেরার সামনে চোখের পানি ফেলেছেন। মূলত, সাক্ষাৎকারের একপর্যায়ে মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। এ সময়ই তিনি তাঁর দুর্বলতার কথাও জানান। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউকে এই সাক্ষাৎকার দেন তিনি, যা গত সোমবার প্রচারিত ও প্রকাশিত হয়।
মোদি বলেন, ‘আমি যখন বিজেপির সঙ্গে জাতীয় পর্যায়ে কাজ করার পর গুজরাটের মুখ্যমন্ত্রী হলাম, তখন আমার মা খুবই খুশি হয়েছিলেন। সেদিন তিনি আমাকে বলেছিলেন, দেখ ভাই—আমার সামনে ওয়াদা কর, প্রথমত তুই গরিবের কল্যাণে কাজ করবি এবং দ্বিতীয়ত কখনোই ঘুষ নিবি না।’ এ সময় তাঁর চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে।
গরিবের কল্যাণে কাজ করার বিষয়টি নিয়ে মোদি বলেন, ‘আপনি এটাকে আমার দুর্বলতা বা যা খুশি বলতে পারেন। কিন্তু গরিব-দুঃখীদের কথা উঠলেই আমি আবেগপ্রবণ হয়ে উঠি এবং এটি আমার দুর্বলতা। পরে নিজের লোকসভা আসন বারানসি ও গঙ্গা নদীর সঙ্গে তাঁর বন্ধনের কথা বলতে গিয়ে মোদির চোখ আরও দুবার অশ্রুসিক্ত হয়ে ওঠে।
বারানসি প্রসঙ্গে মোদি বলেন, ‘বারানসির সঙ্গে আমার যেন মা-ছেলের সম্পর্ক। একই সম্পর্ক কাশীর সঙ্গে।’ এ সময় তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন। গঙ্গা নদীর সঙ্গে মোদি তাঁর আত্মিক সম্পর্কের ইঙ্গিত দিয়ে বলেন, ‘বারানসির সঙ্গে আমার বিশেষ সংযোগ আছে। ২০১৪ সালের নির্বাচনের সময় আমার প্রার্থিতা শেষ মুহূর্তে ঘোষণা করা হয়েছিল। সেবার আমি কাশীতে মনোনয়নপত্র দাখিলের আনুষ্ঠানিকতা শেষ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলাম।’
মোদি আরও বলেন, ‘তখন আমি সেখানে বলেছিলাম, আমি নিজে এখানে আসিনি বা কেউই আমাকে এখানে পাঠায়নি। আমি এখানে এসেছি মা গঙ্গার ডাকে। আজ ১০ বছর পর আমি আবারও বলতে পারি... (দীর্ঘ বিরতি) মা গঙ্গা আমাকে দত্তক নিয়েছেন।’ এই পর্যায়ে তিনি আবারও অশ্রুসিক্ত হয়ে ওঠেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক সাক্ষাৎকারে গিয়ে ক্যামেরার সামনে চোখের পানি ফেলেছেন। মূলত, সাক্ষাৎকারের একপর্যায়ে মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। এ সময়ই তিনি তাঁর দুর্বলতার কথাও জানান। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউকে এই সাক্ষাৎকার দেন তিনি, যা গত সোমবার প্রচারিত ও প্রকাশিত হয়।
মোদি বলেন, ‘আমি যখন বিজেপির সঙ্গে জাতীয় পর্যায়ে কাজ করার পর গুজরাটের মুখ্যমন্ত্রী হলাম, তখন আমার মা খুবই খুশি হয়েছিলেন। সেদিন তিনি আমাকে বলেছিলেন, দেখ ভাই—আমার সামনে ওয়াদা কর, প্রথমত তুই গরিবের কল্যাণে কাজ করবি এবং দ্বিতীয়ত কখনোই ঘুষ নিবি না।’ এ সময় তাঁর চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে।
গরিবের কল্যাণে কাজ করার বিষয়টি নিয়ে মোদি বলেন, ‘আপনি এটাকে আমার দুর্বলতা বা যা খুশি বলতে পারেন। কিন্তু গরিব-দুঃখীদের কথা উঠলেই আমি আবেগপ্রবণ হয়ে উঠি এবং এটি আমার দুর্বলতা। পরে নিজের লোকসভা আসন বারানসি ও গঙ্গা নদীর সঙ্গে তাঁর বন্ধনের কথা বলতে গিয়ে মোদির চোখ আরও দুবার অশ্রুসিক্ত হয়ে ওঠে।
বারানসি প্রসঙ্গে মোদি বলেন, ‘বারানসির সঙ্গে আমার যেন মা-ছেলের সম্পর্ক। একই সম্পর্ক কাশীর সঙ্গে।’ এ সময় তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন। গঙ্গা নদীর সঙ্গে মোদি তাঁর আত্মিক সম্পর্কের ইঙ্গিত দিয়ে বলেন, ‘বারানসির সঙ্গে আমার বিশেষ সংযোগ আছে। ২০১৪ সালের নির্বাচনের সময় আমার প্রার্থিতা শেষ মুহূর্তে ঘোষণা করা হয়েছিল। সেবার আমি কাশীতে মনোনয়নপত্র দাখিলের আনুষ্ঠানিকতা শেষ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলাম।’
মোদি আরও বলেন, ‘তখন আমি সেখানে বলেছিলাম, আমি নিজে এখানে আসিনি বা কেউই আমাকে এখানে পাঠায়নি। আমি এখানে এসেছি মা গঙ্গার ডাকে। আজ ১০ বছর পর আমি আবারও বলতে পারি... (দীর্ঘ বিরতি) মা গঙ্গা আমাকে দত্তক নিয়েছেন।’ এই পর্যায়ে তিনি আবারও অশ্রুসিক্ত হয়ে ওঠেন।
ইসরায়েলি এক অবৈধ বসতি স্থাপনকারীর গুলিতে নিহত ফিলিস্তিনি শিক্ষক ও অধিকারকর্মী আওদাহ হাতালিনের মৃতদেহ ফেরতের দাবিতে অনশন করছেন ৬০ জনের বেশি ফিলিস্তিনি নারী। পশ্চিম তীরের হেবরনের দক্ষিণের গ্রাম উম আল-খাইরে এই অনশন শুরু হয়েছে গত বৃহস্পতিবার।
১৭ মিনিট আগেহাসেম মল্লিক স্বীকার করেছেন, তিনি বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে তাঁর করা অপরাধের আইনি প্রক্রিয়া থেকে বাঁচতে তিনি সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছিলেন। এরপর নিজের পরিচয় গোপন করতে জাল ভারতীয় নথি তৈরি করেন।
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের অন্যতম প্রাচীন বাতিঘর কেপ ব্রুনি লাইটহাউস থেকে ১২২ বছর পুরোনো একটি ‘বোতল বার্তা’ আবিষ্কৃত হয়েছে। সম্প্রতি ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত বাতিঘরটির ল্যান্টার্ন কক্ষে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে এটি খুঁজে পান বিশেষজ্ঞ চিত্রশিল্পী ব্রায়ান বারফোর্ড।
১ ঘণ্টা আগেকেনিয়ার মাই-মাহিউ শহরে ১৩ বছর বয়সী শিশুরাও যৌন-বাণিজ্যের শিকার—বিবিসি আফ্রিকা আইয়ের গোপন অনুসন্ধানে উঠে এসেছে এমনই এক নির্মম বাস্তবতা। শহরটির অবস্থান একটি ব্যস্ত ট্রানজিট পয়েন্টে। এর ফলে এখানে প্রতিদিন প্রচুর ট্রাক আসা-যাওয়া করে।
২ ঘণ্টা আগে