Ajker Patrika
সাক্ষাৎকার

ক্যামেরার সামনে কাঁদলেন মোদি, জানালেন নিজের দুর্বলতার কথা

ক্যামেরার সামনে কাঁদলেন মোদি, জানালেন নিজের দুর্বলতার কথা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক সাক্ষাৎকারে গিয়ে ক্যামেরার সামনে চোখের পানি ফেলেছেন। মূলত, সাক্ষাৎকারের একপর্যায়ে মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। এ সময়ই তিনি তাঁর দুর্বলতার কথাও জানান। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউকে এই সাক্ষাৎকার দেন তিনি, যা গত সোমবার প্রচারিত ও প্রকাশিত হয়। 

মোদি বলেন, ‘আমি যখন বিজেপির সঙ্গে জাতীয় পর্যায়ে কাজ করার পর গুজরাটের মুখ্যমন্ত্রী হলাম, তখন আমার মা খুবই খুশি হয়েছিলেন। সেদিন তিনি আমাকে বলেছিলেন, দেখ ভাই—আমার সামনে ওয়াদা কর, প্রথমত তুই গরিবের কল্যাণে কাজ করবি এবং দ্বিতীয়ত কখনোই ঘুষ নিবি না।’ এ সময় তাঁর চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। 

গরিবের কল্যাণে কাজ করার বিষয়টি নিয়ে মোদি বলেন, ‘আপনি এটাকে আমার দুর্বলতা বা যা খুশি বলতে পারেন। কিন্তু গরিব-দুঃখীদের কথা উঠলেই আমি আবেগপ্রবণ হয়ে উঠি এবং এটি আমার দুর্বলতা। পরে নিজের লোকসভা আসন বারানসি ও গঙ্গা নদীর সঙ্গে তাঁর বন্ধনের কথা বলতে গিয়ে মোদির চোখ আরও দুবার অশ্রুসিক্ত হয়ে ওঠে। 

বারানসি প্রসঙ্গে মোদি বলেন, ‘বারানসির সঙ্গে আমার যেন মা-ছেলের সম্পর্ক। একই সম্পর্ক কাশীর সঙ্গে।’ এ সময় তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন। গঙ্গা নদীর সঙ্গে মোদি তাঁর আত্মিক সম্পর্কের ইঙ্গিত দিয়ে বলেন, ‘বারানসির সঙ্গে আমার বিশেষ সংযোগ আছে। ২০১৪ সালের নির্বাচনের সময় আমার প্রার্থিতা শেষ মুহূর্তে ঘোষণা করা হয়েছিল। সেবার আমি কাশীতে মনোনয়নপত্র দাখিলের আনুষ্ঠানিকতা শেষ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলাম।’

মোদি আরও বলেন, ‘তখন আমি সেখানে বলেছিলাম, আমি নিজে এখানে আসিনি বা কেউই আমাকে এখানে পাঠায়নি। আমি এখানে এসেছি মা গঙ্গার ডাকে। আজ ১০ বছর পর আমি আবারও বলতে পারি... (দীর্ঘ বিরতি) মা গঙ্গা আমাকে দত্তক নিয়েছেন।’ এই পর্যায়ে তিনি আবারও অশ্রুসিক্ত হয়ে ওঠেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত