Ajker Patrika

ফের রেকর্ড মৃত্যু দেখলো ভারত, শনাক্তের সংখ্যা আড়াই কোটি ছাড়াল

ফের রেকর্ড মৃত্যু দেখলো ভারত, শনাক্তের সংখ্যা আড়াই কোটি ছাড়াল

ঢাকা: ভারতে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা আড়াই কোটি ছাড়িয়েছে। দেশটিতে গত একদিনে দুই লাখ ৬৩ হাজার ৫৩৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে চার হাজার ৩২৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। দৈনিক হিসাবে এটি ভারতে করোনায় সর্বোচ্চ মৃত্যু। আজ মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ৫২ লাখ ২৮ হাজার ৯৯৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন দুই লাখ ৭৮ হাজার ৭৫১ জন।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ড. সৌম্যা স্বামীনাথন বলেছেন, ভারতের এখনো অনেক জায়গা রয়েছে যেখানে করোনার সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনায় প্রকৃত শনাক্ত ও মৃত্যুর সংখ্যা জানা যাচ্ছে না। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ভারতের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবায় সঙ্কট দেখা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত