Ajker Patrika

হিরো আলমের ওপর হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ 

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১২: ৩২
হিরো আলমের ওপর হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ 

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনকালে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। আজ মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি এই উদ্বেগ জানান। 

ওই টুইট বার্তায় গোয়েন লুইস বলেন, বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের দপ্তর ঢাকা-১৭ নির্বাচনে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন। কোনো ধরনের সহিংসতা ছাড়াই নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার। এই অধিকারের সুরক্ষা ও নিশ্চয়তা দেওয়া উচিত। 

এর আগে গতকাল সোমবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরেও এই হামলার ঘটনায় প্রশ্ন ওঠে। জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মাথ্যু মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচনে সহিংসতার কোনো স্থান নেই।

এদিকে গতকাল সোমবার বেলা ৩টার পর রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। সেখানে একতারা প্রতীকের এই প্রার্থীকে নৌকার ব্যাজধারীরা মারধর করেন। এরপর রামপুরায় বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয় তাঁকে।

এ বিষয়ে সাংবাদিকদের কাছে হিরো আলম বলেন, ‘সকাল থেকে অনেক ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। বেলা ৩টার পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালায়।’ পরে তিনি নির্বাচন বর্জনের ঘোষণাও দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত