Ajker Patrika

পথে পথে গেয়ে সেনাদের জন্য বিপুল তহবিল গড়ল ৯ বছরের ইউক্রেনীয় শিশু

আপডেট : ১২ জুলাই ২০২৩, ২৩: ০২
পথে পথে গেয়ে সেনাদের জন্য বিপুল তহবিল গড়ল ৯ বছরের ইউক্রেনীয় শিশু

প্রায় এক বছর হতে চলল বাবাকে নিয়ে বাড়ি ছেড়েছে ইউক্রেনের ৯ বছর বয়সী শিশু ইউরি নাপোরা। দেশটির পশ্চিমাঞ্চলীয় লিভিভ অঞ্চলের পথে পথে ঘুরে দেশাত্মবোধক গান গাইছে সে। আর গানের সঙ্গে কিবোর্ড বাজিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন বাবা। 

পিতা-পুত্রের উদ্দেশ্য হলো-অর্থ সংগ্রহ। গান শুনে শ্রোতাদের দেওয়া অর্থ দেশের জন্য লড়াই করা সেনাদের জন্য পাঠাচ্ছেন তাঁরা। 

ইউক্রেনের প্রাভদা নিউজের বরাতে জানা গেছে, গত এক বছরেই ৬৭ হাজার ৬০০ ডলারের একটি বড় তহবিল গড়েছে ইউরি। ইউক্রেনের মুদ্রায় যা ২৫ লাখ রুবলের বেশি। আর বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ অর্থ ৭০ লাখ টাকারও বেশি। 

জানা গেছে, সংগৃহীত অর্থ দিয়ে যুদ্ধের সময় সেনাদের প্রয়োজন হতে পারে এমন খুঁটিনাটি নানা জিনিস ক্রয় করে সরবরাহ করছেন তারা। 

ইউরির বিষয়ে লিভিভের সাম্বির শহরের এক কর্তাব্যক্তি বলেন, ‘তার বয়স মাত্র ৯ বছর। এই বয়সেই সে অনেক কিছু করে ফেলেছে। আজ আমাদের শহরেও গান গেয়েছে সে।’ 

জানা গেছে, সাম্বির শহরে পিতা-পুত্র কনসার্ট করে ৭০৩ ডলার সংগ্রহ করেন। বাংলাদেশি মুদ্রায় এই সংগ্রহ পৌনে এক লাখ টাকারও বেশি। 

ইউরি নাপোরার বেশির ভাগ গান যুদ্ধকে কেন্দ্র করে। তার বাবা বলেন, ‘একদিন ইউরি চেরনিহিভ শহরের এক লোকের গল্প শুনেছিল। ওই ব্যক্তি আমাদের সেনাবাহিনীকে সাহায্য করার জন্য প্রচুর অর্থ দান করেছিলেন। আমার ছেলে তাঁর কাছ থেকে অনুপ্রাণিত হয়েই গান গেয়ে সেনাদের জন্য অর্থ সংগ্রহের পথ বেছে নিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত