Ajker Patrika

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পাঠালে নতুন লক্ষ্যবস্তুতে হামলা, যুক্তরাষ্ট্রকে পুতিনের হুঁশিয়ারি

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পাঠালে নতুন লক্ষ্যবস্তুতে হামলা, যুক্তরাষ্ট্রকে পুতিনের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠায়, তবে মস্কো নতুন লক্ষ্যবস্তুতে হামলা করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন, ‘কিয়েভকে নতুন করে অস্ত্র দেওয়ার মানে হচ্ছে সশস্ত্র সংঘাতকে দীর্ঘায়িত করা। যুক্তরাষ্ট্র যদি কিয়েভকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, সে ক্ষেত্রে রাশিয়া ‘উপযুক্ত সিদ্ধান্ত’ নেবে এবং সেই সব লক্ষ্যবস্তুতে হামলা করেব যেগুলোতে আগে করেনি।’

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক রকেট (এমএলআরএস) পাঠানো সম্পর্কে পুতিন বলেন, ‘আমাদের যথেষ্ট অস্ত্র রয়েছে। আমরা এখনো ইউক্রেনের অনেক লক্ষ্যবস্তুতে হামলা করিনি। কিন্তু যুক্তরাষ্ট্র যদি অস্ত্র সরবরাহ অব্যাহত রাখে, আমরা তাহলে সে সব লক্ষ্যবস্তুতে হামলা করব।’

কিয়েভে এমএলআরএস পাঠানো আদতে কোনই অর্থ বহন করে না বলেও মন্তব্য করেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ‘এ ধরনের অস্ত্র কিয়েভের কাছে আগেও ছিল। যুক্তরাষ্ট্র তাদেরকে এ ধরনের অস্ত্র সরবরাহ করে মূলত ক্ষতি পূরণ করার চেষ্টা করছে।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মঙ্গলবার বলেছেন, ‘রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও উন্নত রকেট সিস্টেম এবং যুদ্ধাস্ত্র সরবরাহ করছে।’ তাঁর এ বক্তব্যের পর পুতিন নতুন লক্ষ্যবস্তুতে হামলার হুঁশিয়ার দিলেন।

এদিকে এক মাসের বেশি সময় পর ইউক্রেনের রাজধানী কিয়েভে আবার বিমান হামলা চালিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রোববার (৫ জুন) ভোরে কিয়েভে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত