অনলাইন ডেস্ক
স্পেনের পালমা দে মায়োর্কা বিমানবন্দরে ফলস ফায়ার অ্যালার্ম বেজে উঠলে একটি উড়োজাহাজের উইং (ডানা) থেকে লাফিয়ে পড়ে অন্তত ১৮ জন আহত হয়েছেন। শনিবার (৫ জুলাই) রায়ানএয়ারের ম্যানচেস্টারগামী বোয়িং-৭৩৭ উড়োজাহাজ যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন এ ঘটনা ঘটে।
কুয়েতের সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, পরিস্থিতি সম্পর্কে জরুরি বিভাগকে তাৎক্ষণিকভাবে জানানো হয় এবং তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। আঞ্চলিক জরুরি সমন্বয় কেন্দ্র থেকে চারটি অ্যাম্বুলেন্স, বিমানবন্দরের ফায়ার সার্ভিসের কর্মী ও সিভিল গার্ডের সদস্যরাও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন।
ঘটনার সময়, কিছুক্ষণের জন্য যাত্রীদের জরুরি নির্গমন পথ দিয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। তখন কিছু যাত্রী নিজেদের সুরক্ষার কথা ভেবে সরাসরি উড়োজাহাজের ডানা থেকে মাটিতে লাফ দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে যাত্রীদের আতঙ্কিত হয়ে উড়োজাহাজ থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। জরুরি নির্গমন পথ না থাকায় তাঁরা ডানায় ওঠেন এবং সেখান থেকে মাটিতে লাফিয়ে পড়েন।
আঞ্চলিক জরুরি সমন্বয় কেন্দ্রের একজন মুখপাত্র জানান, উইং থেকে লাফিয়ে পড়ে অন্তত ১৮ জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
রায়ানএয়ার একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৪ জুলাই পালমা থেকে ম্যানচেস্টারগামী ফ্লাইটটিতে ফলস ফায়ার অ্যালার্ম জ্বলে ওঠার কারণে উড্ডয়ন বন্ধ করতে হয়েছিল। কিছু যাত্রী ভয়ে উইং থেকে লাফ দেন। এতে ১৮ জন যাত্রী আহত হন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং বাকি যাত্রীদের নিরাপদে টার্মিনালে ফিরিয়ে আনা হয়।
স্পেনের পালমা দে মায়োর্কা বিমানবন্দরে ফলস ফায়ার অ্যালার্ম বেজে উঠলে একটি উড়োজাহাজের উইং (ডানা) থেকে লাফিয়ে পড়ে অন্তত ১৮ জন আহত হয়েছেন। শনিবার (৫ জুলাই) রায়ানএয়ারের ম্যানচেস্টারগামী বোয়িং-৭৩৭ উড়োজাহাজ যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন এ ঘটনা ঘটে।
কুয়েতের সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, পরিস্থিতি সম্পর্কে জরুরি বিভাগকে তাৎক্ষণিকভাবে জানানো হয় এবং তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। আঞ্চলিক জরুরি সমন্বয় কেন্দ্র থেকে চারটি অ্যাম্বুলেন্স, বিমানবন্দরের ফায়ার সার্ভিসের কর্মী ও সিভিল গার্ডের সদস্যরাও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন।
ঘটনার সময়, কিছুক্ষণের জন্য যাত্রীদের জরুরি নির্গমন পথ দিয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। তখন কিছু যাত্রী নিজেদের সুরক্ষার কথা ভেবে সরাসরি উড়োজাহাজের ডানা থেকে মাটিতে লাফ দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে যাত্রীদের আতঙ্কিত হয়ে উড়োজাহাজ থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। জরুরি নির্গমন পথ না থাকায় তাঁরা ডানায় ওঠেন এবং সেখান থেকে মাটিতে লাফিয়ে পড়েন।
আঞ্চলিক জরুরি সমন্বয় কেন্দ্রের একজন মুখপাত্র জানান, উইং থেকে লাফিয়ে পড়ে অন্তত ১৮ জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
রায়ানএয়ার একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৪ জুলাই পালমা থেকে ম্যানচেস্টারগামী ফ্লাইটটিতে ফলস ফায়ার অ্যালার্ম জ্বলে ওঠার কারণে উড্ডয়ন বন্ধ করতে হয়েছিল। কিছু যাত্রী ভয়ে উইং থেকে লাফ দেন। এতে ১৮ জন যাত্রী আহত হন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং বাকি যাত্রীদের নিরাপদে টার্মিনালে ফিরিয়ে আনা হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। একই সঙ্গে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথোপকথনে হতাশা প্রকাশ করেছেন এবং অভিযোগ করেছেন, পুতিন যুদ্ধ থামানোর ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছেন না।
৬ ঘণ্টা আগে৩৩ বছর বয়সী মামদানিকে সোশ্যাল মিডিয়ায় জিহাদি, ইসলামপন্থী, ভারতবিরোধী বলে আক্রমণ করা হচ্ছে। নিউ জার্সিভিত্তিক ‘ইন্ডিয়ান আমেরিকানস ফর কুয়োমো’ নামক একটি গোষ্ঠী নিউইয়র্কের আকাশে ‘সেফ নিউইয়র্ক সিটি ফ্রম গ্লোবাল ইনতিফিদা, রিজেক্ট মামদানি’ বার্তা লিখে একটি ব্যানারও ওড়ায়।
৬ ঘণ্টা আগেইরান এখনো পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেছেন, আন্তর্জাতিকভাবে পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনেরও অনুমতি দেয়নি ইরান। শুক্রবার এয়ারফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
৭ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে মহারাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করার যে বিতর্কিত সিদ্ধান্ত নেয় মহাযুতি জোট সরকার, তাকে কেন্দ্র করে এই দুই ঠাকরের পুনর্মিলন ঘটেছে। রাজ্য সরকার পরে সেই সিদ্ধান্ত ফিরিয়ে নিতে বাধ্য হয়, যা উদ্ধব-রাজ জোটের কাছে ‘মারাঠি গর্বের জয়’ হিসেবে তুলে ধরা হয়েছ
৯ ঘণ্টা আগে