Ajker Patrika

মহানবীর (স.) ব্যঙ্গচিত্র আঁকা ড্যানিশ কার্টুনিস্টের মৃত্যু

মহানবীর (স.) ব্যঙ্গচিত্র আঁকা  ড্যানিশ কার্টুনিস্টের মৃত্যু

মহানবী হজরত মোহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা ডেনমার্কের শিল্পী কার্ট ওয়েস্টারগার্ড মারা গেছেন। গতকাল রোববার ৮৬ বছর বয়সে মারা যান। ড্যানিশ বাদমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কার্ট ওয়েস্টারগার্ডের পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ওয়েস্টারগার্ড ১৯৮০ এর দশকের শুরুতে রক্ষণশীল পত্রিকা জিলল্যান্ডস-পোস্টেনের কার্টুনিস্ট ছিলেন। ২০০৫ সালে ওই পত্রিকায় মহানবীর বিতর্কিত কার্টুন আঁকার জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিতি পান।

২০১০ সালে মহানবী হজরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করা ড্যানিশ কার্টুনিস্টের বাড়িতে হামলার অভিযোগে সোমালি এক যুবককে আটক করা হয়। পরে ওই যুবকের সঙ্গে আল কায়দার সংযোগ খুঁজে পাওয়া গেছে বলে জানায় ড্যানিশ পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্সকে ওয়েস্টারগার্ড বলেছিলেন, বিতর্কিত ওই ব্যঙ্গচিত্র নিয়ে তাঁর কোনো আফসোস নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত