Ajker Patrika

সন্দেহভাজনের গ্রেপ্তারে শেষ নেদারল্যান্ডসের নাইটক্লাবে জিম্মিকাণ্ড

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ২১: ৩৭
সন্দেহভাজনের গ্রেপ্তারে শেষ নেদারল্যান্ডসের নাইটক্লাবে জিম্মিকাণ্ড

নেদারল্যান্ডসের পূর্বাঞ্চলীয় শহর ইডের একটি জনপ্রিয় নাইটক্লাবের ভেতর কয়েকজনকে জিম্মি করেছিলেন এক ব্যক্তি। আজ শনিবার কয়েক ঘণ্টার অভিযানের পর সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তারের মাধ্যমে জিম্মিকাণ্ডের শান্তিপূর্ণ সমাপ্তি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মুখোশ পরা এক ব্যক্তি নাইটক্লাবটি থেকে বের হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘শেষ জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই সময়ে মুহূর্তে আর কোনো তথ্য দিতে পারছি না।’

আজ শনিবার ভোরে ইডে শহরের ক্যাফে পেটিকোটে কর্মচারীসহ বেশ কয়েকজনকে জিম্মি করা হয়। তবে এই জিম্মি করার উদ্দেশ্য অস্পষ্ট ছিল।

পুলিশ এক সংবাদ সম্মেলনে বলেছে যে, সন্দেহভাজন সেই ব্যক্তি আগে থেকেই পুলিশের কাছে পরিচিত ছিলেন। তিনি ছুরি দিয়ে জিম্মিদের হুমকি দিয়েছিলেন। তবে তার মাঝে সন্ত্রাসী উদ্দেশ্যের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলেও জানায় পুলিশ।

ঘটনাস্থলে থাকা রয়টার্সের একজন ভিডিও সাংবাদিক জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি মাথার পেছনে হাত দিয়ে ক্লাব থেকে বেরিয়ে আসেন। হাঁটুর ওপর ভর দিয়ে বসে আত্মসমর্পণ করেন তিনি। এরপর পুলিশ সেই ব্যক্তির হাতে হাতকড়া পরায়।

নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বেশ কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে, যে ব্যক্তি সাধারণ মানুষকে জিম্মি করেছিলেন তার সঙ্গে অস্ত্র ও বিস্ফোরক বস্তু ছিল।

শহরের কেন্দ্রে অবস্থিত নাইটক্লাবের ভবনটিতে পুলিশের বিস্ফোরক ইউনিট মোতায়েন করা হয়েছিল। আমস্টারডাম থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে ওই এলাকার রাস্তাগুলো নিরাপত্তার স্বার্থে খালি করা হয়েছিল এবং শহরের ট্রেনগুলোও বাতিল করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত