ফ্রান্সে ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি মানবাধিকারকর্মী। সালাহ হামুরি নামে ওই মানবাধিকারকর্মী গত মঙ্গলবার তাঁর মোবাইলে গুপ্তচরবৃত্তির অভিযোগে এনএসও-এর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। স্থানীয় সময় মঙ্গলবার মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা মিডল ইস্ট প্রকাশ করেছে।
হামুরি ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ) এবং হিউম্যান রাইটস লিগ (এলডিএইচ)-এর কাছে একসঙ্গে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে হামুরি পেগাসাসকে হামুরির ফোনে ‘অবৈধভাবে অনুপ্রবেশ’ করা হয়েছে। বলা হয়েছে, ‘হামুরি অধিকৃত ফিলিস্তিনে থাকাকালীন এই কাজ শুরু হয় এবং ফ্রান্সে আসার পরও তা অব্যাহত থাকে—যা ফরাসি আইনের অধীন নাগরিকের গোপনীয়তার অধিকারের লঙ্ঘন।’
এর আগে, মানবাধিকার সংস্থাগুলো বেশ কয়েকজন মানবাধিকারকর্মীর ফোন পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে হ্যাক করা হয়েছিল বলে জানায় গত বছরের নভেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের আইনজীবী প্যাট্রিক ব্যাল্ডউইন বলেন, ‘অবশ্যই এটি এমন এক কাজ যা একটি বৃহত্তর রাজনৈতিক কাঠামোর অংশ, যা হামুরিকে বছরের পর বছর ধরে হয়রানি করেছে।’
আদদামীর নামে এক মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, হামুরি ২০০০ সালে ১৫ বছর বয়স থেকেই ইসরায়েলি নিপীড়নের শিকার হয়েছেন। সেসময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। এর পরের বছরই হামুরি ১৬ বছর বয়সে প্রথম গ্রেপ্তার হন এবং তারপর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা তিনি ক্রমাগত হয়রানির সম্মুখীন হয়েছেন। যার মধ্যে রয়েছে—ছয়বার কারাদণ্ড, বেশ কয়েকবার নির্বিচারে গ্রেপ্তার, ভ্রমণ নিষেধাজ্ঞা, জরিমানা, গৃহবন্দী, পরিবার থেকে বিচ্ছেদ এবং বাসস্থান কেড়ে নেওয়া।
ফ্রান্সে ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি মানবাধিকারকর্মী। সালাহ হামুরি নামে ওই মানবাধিকারকর্মী গত মঙ্গলবার তাঁর মোবাইলে গুপ্তচরবৃত্তির অভিযোগে এনএসও-এর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। স্থানীয় সময় মঙ্গলবার মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা মিডল ইস্ট প্রকাশ করেছে।
হামুরি ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ) এবং হিউম্যান রাইটস লিগ (এলডিএইচ)-এর কাছে একসঙ্গে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে হামুরি পেগাসাসকে হামুরির ফোনে ‘অবৈধভাবে অনুপ্রবেশ’ করা হয়েছে। বলা হয়েছে, ‘হামুরি অধিকৃত ফিলিস্তিনে থাকাকালীন এই কাজ শুরু হয় এবং ফ্রান্সে আসার পরও তা অব্যাহত থাকে—যা ফরাসি আইনের অধীন নাগরিকের গোপনীয়তার অধিকারের লঙ্ঘন।’
এর আগে, মানবাধিকার সংস্থাগুলো বেশ কয়েকজন মানবাধিকারকর্মীর ফোন পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে হ্যাক করা হয়েছিল বলে জানায় গত বছরের নভেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের আইনজীবী প্যাট্রিক ব্যাল্ডউইন বলেন, ‘অবশ্যই এটি এমন এক কাজ যা একটি বৃহত্তর রাজনৈতিক কাঠামোর অংশ, যা হামুরিকে বছরের পর বছর ধরে হয়রানি করেছে।’
আদদামীর নামে এক মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, হামুরি ২০০০ সালে ১৫ বছর বয়স থেকেই ইসরায়েলি নিপীড়নের শিকার হয়েছেন। সেসময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। এর পরের বছরই হামুরি ১৬ বছর বয়সে প্রথম গ্রেপ্তার হন এবং তারপর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা তিনি ক্রমাগত হয়রানির সম্মুখীন হয়েছেন। যার মধ্যে রয়েছে—ছয়বার কারাদণ্ড, বেশ কয়েকবার নির্বিচারে গ্রেপ্তার, ভ্রমণ নিষেধাজ্ঞা, জরিমানা, গৃহবন্দী, পরিবার থেকে বিচ্ছেদ এবং বাসস্থান কেড়ে নেওয়া।
ইউক্রেনের পক্ষে যুদ্ধ জেতা সম্ভব নয়, বরং তাদের এখন শান্তিচুক্তির পথে এগোনো উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ফিল্ড মার্শাল লর্ড রিচার্ডস। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের পডকাস্ট ‘ওয়ার্ল্ড অব ট্রাবল’-এ দেওয়া সাক্ষাৎকারে রিচার্ডস বলেছেন, ইউক্রেনকে লড়াই করতে
১০ ঘণ্টা আগেফ্রান্সের প্যারিসে বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়ামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে মাত্র সাত মিনিটে। অবিশ্বাস্য এই অভিযানে চোরেরা ব্যবহার করেছে ‘চেরি পিকার’ (ট্রাকের ওপর বসানো একধরনের হাইড্রোলিক মই) ও ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’।
১০ ঘণ্টা আগেআন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন। চলতি বছরের মে মাসে ইসরায়েল আইসিসির কাছে পরোয়ানা বাতিলের আবেদন করেছিল। একই সময়ে আদালতের এখতিয়ার
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে অন্যায়ের শিকার হয়ে টানা ৪৩ বছর কারাভোগের পর অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন সুব্রহ্মণ্যম সুবু বেদাম। কিন্তু মুক্তির আনন্দ উপভোগ করার আগেই নতুন এক সংকটে পড়েছেন তিনি। রোববার (১৯ অক্টোবর) বিবিসি জানিয়েছে, মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) এখন বেদামকে ভারতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
১২ ঘণ্টা আগে