অনলাইন ডেস্ক
বেলজিয়ান এক নাগরিক প্রায় ৫০০ মাইল পাড়ি দিয়ে হবু বউকে দেখতে গিয়ে জানতে পারলেন তার হবু বউ বিবাহিত! সম্প্রতি ফ্রান্সের সিরেক অঞ্চলে এ ঘটনা ঘটেছে। ফক্স নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে বেলজিয়াম ওই যুবকের নাম মিশেল।
ফক্স নিউজের তথ্য অনুযায়ী, যে নারীর প্রেমে বুঁদ হয়ে ৪৭২ মাইল পাড়ি দিয়ে তার দোরগোড়ায় হাজির হয়েছিলেন মিশেল তিনি ফ্রান্সের একজন খ্যাতনামা মডেল ‘সোফি ভুজেলো’। ২০০৭ সালে মিস ফ্রান্স প্রতিযোগিতার প্রথম রানার আপ হন তিনি, জেতেন মিস লিমুজিন খেতাবও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সোফির সঙ্গে পরিচয় হয় মিশেলের। বন্ধুত্ব থেকে এক পর্যায়ে প্রেমের সম্পর্কে জড়ান তারা। পরে, সোফির সঙ্গে দেখা করতে বেলজিয়াম থেকে ফ্রান্সের সিরেক অঞ্চলে সোফির বাসভবনে এসে হাজির হন মিশেল। আর তখনই বাধে বিপত্তি। দরজা যিনি খুলেছেন তিনি নিজেকে পরিচয় দিলেন সোফির স্বামী হিসেবে। ফাবিয়ান বুতামিন নামের ওই ব্যক্তি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। যাতে তিনি বলছেন, ‘আমি এটি রেকর্ড করছি। কারণ, এক ব্যক্তি বাড়িতে এসে বলছেন তিনি সোফির হবু স্বামী। কিন্তু আমি তাঁর বর্তমান স্বামী।’
পরে বেশ কিছুক্ষণ বিব্রতকর কথোপকথন হয় মিশেল ও ফাবিয়ানের মধ্যে। এক পর্যায়ে মিশেল বুঝতে পারে এত দিন তিনি যার সঙ্গে কথা বলেছেন তিনি আসলে সোফি নন। কেউ একজন সোফির নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে তাঁর সঙ্গে প্রতারণা করেছে। তার কাছ থেকে প্রায় ৩৫ হাজার ডলারও নিয়েছে ওই অ্যাকাউন্টের ব্যবহারকারী।
সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে সোফি ভুজেলো এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই ব্যক্তির জন্য আমি বেশ দুঃখবোধ করছি। ভুয়া অ্যাকাউন্টের ব্যাপারে আপানারা একটু সাবধান হোন। সবাইকে সচেতন করতেই আমি এই ভিডিওটি শেয়ার করছি।’
বেলজিয়ান এক নাগরিক প্রায় ৫০০ মাইল পাড়ি দিয়ে হবু বউকে দেখতে গিয়ে জানতে পারলেন তার হবু বউ বিবাহিত! সম্প্রতি ফ্রান্সের সিরেক অঞ্চলে এ ঘটনা ঘটেছে। ফক্স নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে বেলজিয়াম ওই যুবকের নাম মিশেল।
ফক্স নিউজের তথ্য অনুযায়ী, যে নারীর প্রেমে বুঁদ হয়ে ৪৭২ মাইল পাড়ি দিয়ে তার দোরগোড়ায় হাজির হয়েছিলেন মিশেল তিনি ফ্রান্সের একজন খ্যাতনামা মডেল ‘সোফি ভুজেলো’। ২০০৭ সালে মিস ফ্রান্স প্রতিযোগিতার প্রথম রানার আপ হন তিনি, জেতেন মিস লিমুজিন খেতাবও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সোফির সঙ্গে পরিচয় হয় মিশেলের। বন্ধুত্ব থেকে এক পর্যায়ে প্রেমের সম্পর্কে জড়ান তারা। পরে, সোফির সঙ্গে দেখা করতে বেলজিয়াম থেকে ফ্রান্সের সিরেক অঞ্চলে সোফির বাসভবনে এসে হাজির হন মিশেল। আর তখনই বাধে বিপত্তি। দরজা যিনি খুলেছেন তিনি নিজেকে পরিচয় দিলেন সোফির স্বামী হিসেবে। ফাবিয়ান বুতামিন নামের ওই ব্যক্তি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। যাতে তিনি বলছেন, ‘আমি এটি রেকর্ড করছি। কারণ, এক ব্যক্তি বাড়িতে এসে বলছেন তিনি সোফির হবু স্বামী। কিন্তু আমি তাঁর বর্তমান স্বামী।’
পরে বেশ কিছুক্ষণ বিব্রতকর কথোপকথন হয় মিশেল ও ফাবিয়ানের মধ্যে। এক পর্যায়ে মিশেল বুঝতে পারে এত দিন তিনি যার সঙ্গে কথা বলেছেন তিনি আসলে সোফি নন। কেউ একজন সোফির নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে তাঁর সঙ্গে প্রতারণা করেছে। তার কাছ থেকে প্রায় ৩৫ হাজার ডলারও নিয়েছে ওই অ্যাকাউন্টের ব্যবহারকারী।
সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে সোফি ভুজেলো এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই ব্যক্তির জন্য আমি বেশ দুঃখবোধ করছি। ভুয়া অ্যাকাউন্টের ব্যাপারে আপানারা একটু সাবধান হোন। সবাইকে সচেতন করতেই আমি এই ভিডিওটি শেয়ার করছি।’
অনুপ্রবেশ ও অবৈধ বসবাসের অভিযোগে ২৮ জন বাংলাদেশিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন তামিলনাড়ুর তিরুপুর জেলার অতিরিক্ত জেলা দায়রা আদালত-২। আদালতের রায় অনুযায়ী, অভিযুক্তরা বৈধ কাগজপত্র ও অনুমতি ছাড়াই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন এবং দীর্ঘদিন তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় বসবাস করছিলেন।
৫ মিনিট আগেআবারও অনিশ্চয়তায় নেপালিভাষী ভুটানি সংখ্যালঘু সম্প্রদায় লোতশাম্পার একাংশ। ভুটান থেকে এক সময় যুক্তরাষ্ট্রে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন, সেই ভুটানেই আবার ফেরত পাঠানো হয়েছে। তবে, ভুটান স্পষ্ট জানিয়ে দিয়েছে—তারা এই শরণার্থীদের গ্রহণ করবে না। ফলে, আবারও তাঁদের ঠাঁই হয়েছে নেপালের এক জীর্ণ শরণার্থীশিবিরে।
১৮ মিনিট আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার পরপরই ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় জরুরি অবতরণ করেছে ডেল্টা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৬৭ উড়োজাহাজ। উড়োজাহাজটি আটলান্টার উদ্দেশে যাচ্ছিল। যদিও স্থানীয় সময় শুক্রবার সকালের এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
৬ ঘণ্টা আগেনয় বছর বয়সী কারাম আল-ঘুসাইন, তার ছোট্ট হাতে পাত্র নিয়ে যাচ্ছিল পরিবারের জন্য একটুখানি পানি সংগ্রহের আশায়। প্রায় পৌনে দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের কারণে তার বাড়িঘর ধূলিসাৎ। এখন আশ্রয় নিয়েছে স্থানীয় একটি স্কুলে। আর কয়েকটি গলি পেরিয়ে গেলেই কারাম পৌঁছে যেত, পানি সংগ্রহের সেই স্থানে।
৬ ঘণ্টা আগে