Ajker Patrika

ইউক্রেনে রুশ হামলায় এ পর্যন্ত ২৮৭ শিশু নিহত

আপডেট : ১১ জুন ২০২২, ১৬: ০৪
ইউক্রেনে রুশ হামলায় এ পর্যন্ত ২৮৭ শিশু নিহত

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এ পর্যন্ত ২৮৭ শিশু নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে প্রায় ৫০০ শিশু। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 

স্থানীয় সময় শনিবার (১১ জুন) প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানায়, মারিউপোল শহরের দক্ষিণ-পূর্ব বন্দরে রুশ সামরিক বাহিনীর হামলায় আরও ২৪ শিশু নিহত হয়েছে। ওই এলাকা গত মে মাসের মাঝামাঝি রুশ বাহিনী দখল নেওয়ার আগে কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ ছিল। 

ইউক্রেনে সহিংসতা ও নির্যাতনের ঝুঁকিতে আছে ৫০ লাখ শিশুগত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে অন্তত ২৮৭ শিশু মারা গেছে বলেও জানায় প্রসিকিউটর জেনারেলের কার্যালয়। এ ছাড়া আহত হয়েছে অন্তত ৪৯২ শিশু। তবে এই পরিসংখ্যান চূড়ান্ত নয়। 

এর আগে চলতি মাসের শুরুতে জাতিসংঘ জানায়, রুশ হামলার কারণে ইউক্রেনে আড়াই শতাধিক শিশু নিহত হয়েছে। এ ছাড়া সহিংসতা ও নির্যাতনের ঝুঁকিতে আছে আরও ৫০ লাখ শিশু। 

জাতিসংঘের হিসেবে, অভিযান শুরুর পর এ পর্যন্ত চার হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে ইউক্রেনেগত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। জাতিসংঘের হিসাবে, অভিযান শুরুর পর এ পর্যন্ত ৪ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে দেশটিতে। তবে মস্কোর দাবি, সামরিক অভিযানে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর কোনো হামলা চালানো হচ্ছে না। 

এদিকে ইউক্রেনের মারিউপোল শহরে কলেরা ও পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে। শহরটির মেয়র বলেছেন, ‘রুশ হামলায় শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্যানিটেশন-ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। রাস্তায় রাস্তায় পড়ে থাকা অনেক মৃতদেহ পচে যাচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত