Ajker Patrika

‘ডার্টি বোমা’ ব্যবহার তদন্তে কিয়েভে যাচ্ছে জাতিসংঘের পরিদর্শক

‘ডার্টি বোমা’ ব্যবহার তদন্তে কিয়েভে যাচ্ছে জাতিসংঘের পরিদর্শক

ইউক্রেনে ‘ডার্টি বোমা’ ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখতে কিয়েভ জাতিসংঘের পারমাণবিক বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার এক ঘোষণায় আন্তর্জাতিক সংস্থাটির অঙ্গপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ((আইএইএ) কিয়েভের দুটি স্থানে তাদের পরিদর্শক পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে নিশ্চিত করেছে। আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আইএইএ জানিয়েছে, শিগগিরই তাদের একটি দল কিয়েভে যাচ্ছে। এই সফরের উদ্দেশ্য—সেখানে অঘোষিত কোনো পারমাণবিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে কিনা এবং তেজস্ক্রিয় কোনো রসদ ব্যবহার হচ্ছে কিনা তা খতিয়ে দেখা। 

এদিকে গত, সোমবার ইউক্রেনের দোনেৎস্কের ওব্লাস্তে রুশ হামলায় ৭ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন। দেশটির পুলিশের দাবি, রুশ হামলায় ১৯টি আবাসিক ভবন এবং একটা বিদ্যুৎ সরবরাহ লাইন বিধ্বস্ত হয়েছে। 

অপরদিকে, আজ মঙ্গলবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনের আলোচনার জন্য জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ ও ইউরোপীয় কমিশনের ডাকে বার্লিনে এক বৈঠকে মিলিত হয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ, উন্নয়ন বিশেষজ্ঞ ও বিভিন্ন সংস্থার প্রধান কার্যনির্বাহীরা। ইউক্রেনের প্রেসিডেন্ট সশরীরে উপস্থিত হতে পারেননি। এ বৈঠকে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। পুনর্গঠন পরিকল্পনার আওতায় ৭৫০ বিলিয়ন ডলারের ব্যয় ধরা হয়েছে। তবে এই ব্যয়ে অংশগ্রহণের বিষয়ে বৈঠকে কোনো প্রতিশ্রুতি আসেনি বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত