রাশিয়ার সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই আক্রমণের ফলে দেশটির ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এই হামলায় রাশিয়া ‘ক্লাস্টার বোমা’ ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার রাতে প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রাশিয়া। এটি চলতি মাসে দ্বিতীয় বড় আক্রমণ। রাজধানী কিয়েভসহ ওডেসা, খারকিভ, লুৎস্কসহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ।
ইউক্রেনের জ্বালানিমন্ত্রী হেরমান হালুশচেনকো জানিয়েছেন, রাশিয়া অন্তত ১২টি এলাকায় হামলা চালিয়েছে, যার প্রধান লক্ষ্য ছিল দেশটির জ্বালানি অবকাঠামো। এর ফলে দেশটির বেশির ভাগ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। লভিভ অঞ্চলে প্রায় ৫ লাখ ২৩ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন রয়েছে।
ইউক্রেনে ইতোমধ্যেই তুষারপাত শুরু হয়েছে, তবে এখনও তীব্র শীত আসেনি। ইউক্রেনের কর্মকর্তারা আশঙ্কা করছেন, রাশিয়া ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত করে শীতের মাসগুলোতে আরও আক্রমণ চালাতে পারে। এ ধরনের হামলা শীতকালীন পরিস্থিতি আরও কঠিন করে তুলবে।
ইউক্রেনের বৃহত্তম বেসরকারি জ্বালানি কোম্পানি ডিটিইকে জানিয়েছে, তাদের তাপ বিদ্যুৎকেন্দ্রগুলো গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। এ বছর রাশিয়া জ্বালানিকেন্দ্র লক্ষ্য করে আটবার বড় আক্রমণ চালিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে। তখন থেকে এ পর্যন্ত কারখানা ও জ্বালানিকেন্দ্র লক্ষ্য করে প্রায় ১৯০ বারের বেশি হামলা চালিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি টেলিগ্রামে এক বার্তায় বলেছেন, ‘আমাদের জ্বালানিকেন্দ্রগুলো তাদের প্রধান লক্ষ্যবস্তু।’ চলমান পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।
রাশিয়ার সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই আক্রমণের ফলে দেশটির ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এই হামলায় রাশিয়া ‘ক্লাস্টার বোমা’ ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার রাতে প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রাশিয়া। এটি চলতি মাসে দ্বিতীয় বড় আক্রমণ। রাজধানী কিয়েভসহ ওডেসা, খারকিভ, লুৎস্কসহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ।
ইউক্রেনের জ্বালানিমন্ত্রী হেরমান হালুশচেনকো জানিয়েছেন, রাশিয়া অন্তত ১২টি এলাকায় হামলা চালিয়েছে, যার প্রধান লক্ষ্য ছিল দেশটির জ্বালানি অবকাঠামো। এর ফলে দেশটির বেশির ভাগ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। লভিভ অঞ্চলে প্রায় ৫ লাখ ২৩ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন রয়েছে।
ইউক্রেনে ইতোমধ্যেই তুষারপাত শুরু হয়েছে, তবে এখনও তীব্র শীত আসেনি। ইউক্রেনের কর্মকর্তারা আশঙ্কা করছেন, রাশিয়া ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত করে শীতের মাসগুলোতে আরও আক্রমণ চালাতে পারে। এ ধরনের হামলা শীতকালীন পরিস্থিতি আরও কঠিন করে তুলবে।
ইউক্রেনের বৃহত্তম বেসরকারি জ্বালানি কোম্পানি ডিটিইকে জানিয়েছে, তাদের তাপ বিদ্যুৎকেন্দ্রগুলো গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। এ বছর রাশিয়া জ্বালানিকেন্দ্র লক্ষ্য করে আটবার বড় আক্রমণ চালিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে। তখন থেকে এ পর্যন্ত কারখানা ও জ্বালানিকেন্দ্র লক্ষ্য করে প্রায় ১৯০ বারের বেশি হামলা চালিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি টেলিগ্রামে এক বার্তায় বলেছেন, ‘আমাদের জ্বালানিকেন্দ্রগুলো তাদের প্রধান লক্ষ্যবস্তু।’ চলমান পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৮ মিনিট আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
৩ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৬ ঘণ্টা আগে