লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে প্রদর্শনের জন্য রাখা আছে ভ্যান গঘের বিখ্যাত সূর্যমুখী ফুলের চিত্রকর্ম। সেখানে গিয়েছিলেন জীবাশ্ম জ্বালানিবিরোধী দুই আন্দোলনকর্মী। তাঁরা ওই ছবিতে স্যুপ ছুড়ে মারেন। আজ শনিবার ব্রিটিশ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।
‘জাস্ট স্টপ অয়েল’ আন্দোলনকর্মীদের পরিচালিত সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গত শুক্রবার দুই আন্দোলনকর্মী ওই গ্যালারিতে গিয়ে ভ্যান গঘের সূর্যমুখী ফুলের চিত্রকর্ম লক্ষ্য করে টমেটো স্যুপের ক্যান ছুড়ে মারেন। এরপর তাঁরা হাতে আঁঠা লাগিয়ে পিছমোড়া হয়ে দেয়ালের সঙ্গে লেগে থাকেন।
সারা বিশ্বে জাদুঘর এবং গ্যালারিতে প্রদর্শনের জন্য ভ্যান গঘের চিত্রকর্মের যে পাঁচটি সংস্করণ রয়েছে, তার মধ্যে এটি একটি। ওই চিত্রকর্মের মূল্য ৮৪ দশমিক মিলিয়ন ডলার বলে দাবি করেছে গ্রুপটি।
গ্যালারি কর্তৃপক্ষ জানিয়েছে, স্যুপের ক্যান ছুড়ে মারার কারণে চিত্রকর্মটির ক্ষতি হয়নি তবে ফ্রেম সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার কিছুক্ষণ পরই সেটি আবার প্রদর্শনীতে ফিরিয়ে আনা হয়েছে।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০ ও ২১ বছরের দুই তরুণীকে ওই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। পরে তাঁদের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করে ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত করা হবে।
অন্য বিক্ষোভকারীদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। তাঁরা মধ্য লন্ডনে পুলিশ হেডকোয়ার্টার্সের বাইরের বিখ্যাত ‘নিউ স্কটল্যান্ড ইয়ার্ড’ সাইনের ক্ষতিসাধন করেছেন। তাঁদেরও আদালতে উপস্থাপন করা হবে। শুক্রবারের বিক্ষোভের ঘটনায় লন্ডনে ২৮ জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, ভ্যান গঘের সূর্যমুখী ফুলের চিত্রকর্মটি মূলত তৈলচিত্র। তৈলচিত্রের জন্য রং তৈরিতে আগে ব্যবহার করা হতো বিভিন্ন উদ্ভিদের নির্যাস, পশুর পোড়া হার, শীলা, খনিজ ইত্যাদি। তবে পরিবেশবাদী এবং পশু অধিকারকর্মীদের দাবির মুখে এখন বাজারে সিনথেটিক ও অরগানিক রং পাওয়া যায়।
লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে প্রদর্শনের জন্য রাখা আছে ভ্যান গঘের বিখ্যাত সূর্যমুখী ফুলের চিত্রকর্ম। সেখানে গিয়েছিলেন জীবাশ্ম জ্বালানিবিরোধী দুই আন্দোলনকর্মী। তাঁরা ওই ছবিতে স্যুপ ছুড়ে মারেন। আজ শনিবার ব্রিটিশ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।
‘জাস্ট স্টপ অয়েল’ আন্দোলনকর্মীদের পরিচালিত সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গত শুক্রবার দুই আন্দোলনকর্মী ওই গ্যালারিতে গিয়ে ভ্যান গঘের সূর্যমুখী ফুলের চিত্রকর্ম লক্ষ্য করে টমেটো স্যুপের ক্যান ছুড়ে মারেন। এরপর তাঁরা হাতে আঁঠা লাগিয়ে পিছমোড়া হয়ে দেয়ালের সঙ্গে লেগে থাকেন।
সারা বিশ্বে জাদুঘর এবং গ্যালারিতে প্রদর্শনের জন্য ভ্যান গঘের চিত্রকর্মের যে পাঁচটি সংস্করণ রয়েছে, তার মধ্যে এটি একটি। ওই চিত্রকর্মের মূল্য ৮৪ দশমিক মিলিয়ন ডলার বলে দাবি করেছে গ্রুপটি।
গ্যালারি কর্তৃপক্ষ জানিয়েছে, স্যুপের ক্যান ছুড়ে মারার কারণে চিত্রকর্মটির ক্ষতি হয়নি তবে ফ্রেম সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার কিছুক্ষণ পরই সেটি আবার প্রদর্শনীতে ফিরিয়ে আনা হয়েছে।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০ ও ২১ বছরের দুই তরুণীকে ওই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। পরে তাঁদের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করে ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত করা হবে।
অন্য বিক্ষোভকারীদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। তাঁরা মধ্য লন্ডনে পুলিশ হেডকোয়ার্টার্সের বাইরের বিখ্যাত ‘নিউ স্কটল্যান্ড ইয়ার্ড’ সাইনের ক্ষতিসাধন করেছেন। তাঁদেরও আদালতে উপস্থাপন করা হবে। শুক্রবারের বিক্ষোভের ঘটনায় লন্ডনে ২৮ জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, ভ্যান গঘের সূর্যমুখী ফুলের চিত্রকর্মটি মূলত তৈলচিত্র। তৈলচিত্রের জন্য রং তৈরিতে আগে ব্যবহার করা হতো বিভিন্ন উদ্ভিদের নির্যাস, পশুর পোড়া হার, শীলা, খনিজ ইত্যাদি। তবে পরিবেশবাদী এবং পশু অধিকারকর্মীদের দাবির মুখে এখন বাজারে সিনথেটিক ও অরগানিক রং পাওয়া যায়।
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
২ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
২ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৫ ঘণ্টা আগেইসরায়েলের কর্মকর্তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় তাদের ‘পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে।’ আর এ জন্য প্রয়োজনে ইসরায়েল ইরানের পারমাণবিক সীমিত পরিসরে হামলাও চালাতে পারে।
৫ ঘণ্টা আগে