Ajker Patrika

ভ্যান গঘের বিখ্যাত চিত্রকর্মে স্যুপ ছুড়ে গ্রেপ্তার দুই তরুণী

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১০: ১৬
ভ্যান গঘের বিখ্যাত চিত্রকর্মে স্যুপ ছুড়ে গ্রেপ্তার দুই তরুণী

লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে প্রদর্শনের জন্য রাখা আছে ভ্যান গঘের বিখ্যাত সূর্যমুখী ফুলের চিত্রকর্ম। সেখানে গিয়েছিলেন জীবাশ্ম জ্বালানিবিরোধী দুই আন্দোলনকর্মী। তাঁরা ওই ছবিতে স্যুপ ছুড়ে মারেন। আজ শনিবার ব্রিটিশ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। 

‘জাস্ট স্টপ অয়েল’ আন্দোলনকর্মীদের পরিচালিত সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গত শুক্রবার দুই আন্দোলনকর্মী ওই গ্যালারিতে গিয়ে ভ্যান গঘের সূর্যমুখী ফুলের চিত্রকর্ম লক্ষ্য করে টমেটো স্যুপের ক্যান ছুড়ে মারেন। এরপর তাঁরা হাতে আঁঠা লাগিয়ে পিছমোড়া হয়ে দেয়ালের সঙ্গে লেগে থাকেন।

সারা বিশ্বে জাদুঘর এবং গ্যালারিতে প্রদর্শনের জন্য ভ্যান গঘের চিত্রকর্মের যে পাঁচটি সংস্করণ রয়েছে, তার মধ্যে এটি একটি। ওই চিত্রকর্মের মূল্য ৮৪ দশমিক মিলিয়ন ডলার বলে দাবি করেছে গ্রুপটি।

গ্যালারি কর্তৃপক্ষ জানিয়েছে, স্যুপের ক্যান ছুড়ে মারার কারণে চিত্রকর্মটির ক্ষতি হয়নি তবে ফ্রেম সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার কিছুক্ষণ পরই সেটি আবার প্রদর্শনীতে ফিরিয়ে আনা হয়েছে। 

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০ ও ২১ বছরের দুই তরুণীকে ওই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। পরে তাঁদের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করে ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত করা হবে। 

অন্য বিক্ষোভকারীদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। তাঁরা মধ্য লন্ডনে পুলিশ হেডকোয়ার্টার্সের বাইরের বিখ্যাত ‘নিউ স্কটল্যান্ড ইয়ার্ড’ সাইনের ক্ষতিসাধন করেছেন। তাঁদেরও আদালতে উপস্থাপন করা হবে। শুক্রবারের বিক্ষোভের ঘটনায় লন্ডনে ২৮ জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, ভ্যান গঘের সূর্যমুখী ফুলের চিত্রকর্মটি মূলত তৈলচিত্র। তৈলচিত্রের জন্য রং তৈরিতে আগে ব্যবহার করা হতো বিভিন্ন উদ্ভিদের নির্যাস, পশুর পোড়া হার, শীলা, খনিজ ইত্যাদি। তবে পরিবেশবাদী এবং পশু অধিকারকর্মীদের দাবির মুখে এখন বাজারে সিনথেটিক ও অরগানিক রং পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত