Ajker Patrika

৩ কিশোর পুত্রকে রাশিয়ার পক্ষে যুদ্ধে পাঠাচ্ছেন চেচেন নেতা কাদিরভ

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১৭: ৪৬
৩ কিশোর পুত্রকে রাশিয়ার পক্ষে যুদ্ধে পাঠাচ্ছেন চেচেন নেতা কাদিরভ

তিন কিশোর পুত্রকে যুদ্ধ করতে ইউক্রেনে পাঠানোর ঘোষণা দিয়েছেন চেচনিয়ার নেতা রমজান কাদিরভ। স্থানীয় সময় আজ সোমবার তিনি বলেছেন, তিনি তাঁর ১৪,১৫ এবং ১৬ বছর বয়সী তিন পুত্রকে ইউক্রেনে যুদ্ধ করতে পাঠাবেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।  

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত রমজান কাদিরভ। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তিনি পুত্রদের যুদ্ধের যাওয়ার বিষয়টি উল্লেখ করে লিখেছেন, ‘তাদের সত্যিকারের লড়াইয়ে নিজেদের প্রমাণ করার সময় এসেছে এবং আমি কেবল এই ইচ্ছাকে স্বাগতই জানাতে পারি।’ 

কাদিরভ কর্তৃক প্রকাশিত এক ভিডিওতে একটি শুটিং রেঞ্জে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুশীলন করতে দেখা যায় তাঁর কিশোর পুত্রদের। এই বিষয়ে কাদিরভ বলেন, ‘শিগগিরই তারা যুদ্ধের ফ্রন্ট লাইনে যাবে এবং যুদ্ধের সবচেয়ে কঠিন বিভাগ যোগাযোগ লাইনের সামনের অংশেই থাকবে।’ রমজান কাদিরভের তিন পুত্রের নাম হলো—১৬ বছর বয়সী আখমাত, ১৫ বছর বয়সী এলি এবং ১৪ বছরের কিশোর আদাম। কাদিরভ জানিয়েছেন, তারা আরও অনেক আগে থেকেই সামরিক প্রশিক্ষণ শুরু করেছে। 

কাদিরভ বলেন, ‘আমি সব সময়ই বিশ্বাস করতাম যে, কোনো পিতার মূল লক্ষ্য হলো তাঁর সন্তানদের মধ্যে ধর্মবোধ জাগানো, তাদের পরিবার, জনগণ, পিতৃভূমিকে রক্ষা করতে শেখানো। যদি শান্তি চাও তবে যুদ্ধের জন্য প্রস্তুত হও! আখমত, এলি এবং অ্যাডাম তাদের দক্ষতা দেখাতে প্রস্তুত এবং এটি নিয়ে আমি মোটেও মজা করছি না।’   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত