Ajker Patrika

উপযুক্ত নয় রাশিয়ার ‘অর্ধেক’ রিজার্ভ সৈন্য, ফেরত পাঠানো হলো বাড়িতে

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১০: ২১
উপযুক্ত নয় রাশিয়ার ‘অর্ধেক’ রিজার্ভ সৈন্য, ফেরত পাঠানো হলো বাড়িতে

গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারশিয়াল মোবিলাইজেশন ঘোষণার মাধ্যমে ৩ লাখ রিজার্ভ সৈন্যকে ইউক্রেনের যুদ্ধে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তাদের মধ্যে বড় একটি অংশকে যুদ্ধের জন্য উপযুক্ত বিবেচিত না হওয়ায় বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিজার্ভ সৈন্যরা উপযুক্ত না হওয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে না পারায় খাবারোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসককে অপসারণ করা হয়েছে। স্থানীয় সময় আজ সোমবার ওই অঞ্চলের গভর্নর মিখাইল দেগতাইরেভ বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত সেপ্টেম্বরের ২১ তারিখ ভ্লাদিমির পুতিন এই পারশিয়াল মোবিলাইজেশনের ঘোষণা দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া কর্তৃক এই প্রথমবার পারশিয়াল মোবিলাইজেশনের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু তা এখনো প্রয়োজনীয় কোটা নিশ্চিত করতে পারেনি। এ বিষয়ে দেগতাইরেভ বলেছেন, ঘোষণার ১০ দিনের মধ্যেই নির্দিষ্টসংখ্যক সৈন্যের তালিকা করার কথা ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় দেগতাইরেভ আরও বলেছেন, ‘যারা এসেছিল তাদের প্রায় অর্ধেকই সামরিক বাহিনীতে যোগ দেওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় ফেরত পাঠানো হয়েছে।’ তিনি জানিয়েছেন, তাঁর অঞ্চলের সামরিক প্রশাসককে অপসারণ করা হয়েছে। তবে তাঁর অপসারণ মোবিলাইজেশন প্রক্রিয়াকে প্রভাবিত করবে না। 

এদিকে, ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত করার চুক্তি অনুমোদন করেছে রাশিয়ার পার্লামেন্ট। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দ্য স্টেট ডুমা স্থানীয় সময় আজ সোমবার চুক্তি অনুমোদন করে। ডুমায় ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চলের রাশিয়ায় যোগদানের বিষয়ে করা চুক্তিটি সর্বসম্মতভাবে পাশ হয়। অধিবেশনে রাশিয়ার সব স্টেট ডেপুটি উপস্থিত ছিলেন এবং সবাই এই চুক্তি পাসের পক্ষে রায় দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত