বাসায় দুটি ‘মানি স্পাইডার’ খ্যাত মাকড়সা দেখে লটারির টিকিট কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন এক দাদিমা। শেষ পর্যন্ত লটারিও জিতে গেছেন। আগামী ৩০ বছর পর্যন্ত প্রতি মাসেই ১০ হাজার পাউন্ড করে পাবেন। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রতি মাসে পৌনে ১৪ লাখ টাকা করে পাবেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের সারে কাউন্টির ডরকিনে বাস করেন ৭০ বছর বয়সী লটারি বিজয়ী ডরিস স্ট্যানব্রিজ। লটারি বিজয়ের পর ৬৬ বছর বয়সী স্বামী কেইথকে নিয়ে এখন অবসরজীবন যাপনের চিন্তা করছেন তিনি।
ডরিস বলেন, ‘আমি আরও কয়েক বছর কাজ চালিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু এখন আগামী কয়েক মাসের মধ্যেই কাজ থেকে অবসর নিতে যাচ্ছি।’
মাকড়সা দেখে লটারির টিকিট কেনার বিষয়ে ডরিস বলেন, ‘যখন আমার হাতের মধ্যে একটি সুড়সুড়ি অনুভব করি, সেই মুহূর্তটিতে আমি রান্নাঘরের বাইরে ছিলাম। চেয়ে দেখি, হাতের মধ্যে হামাগুড়ি দিচ্ছে একটি মানি স্পাইডার।’
তিনি আরও বলেন, ‘আমি এটিকে আটক করে সংরক্ষণাগারে গিয়ে দেখি আরেকটি মানি স্পাইডার।’
পরপর দুটি মাকড়সা দেখে নিজের কন্যাকে ডরিস বলেছিলেন, ‘আমার একটি লটারির টিকিট কেনা উচিত।’
ডরিস জানান, নিজের ৭০তম জন্মদিনের পার্টি থাকায় লটারির ড্রয়ের কথা তিনি ভুলে গিয়েছিলেন। পরে ই-মেইল চেক করতে গিয়ে তিনি দেখতে পান ন্যাশনাল লটারি থেকে পাঠানো এক বার্তায় তাঁকে বলা হয়েছে, ‘অভিনন্দন, আপনি বিজয়ী হয়েছেন।’
লটারি জয় করলেও নিজের জরাজীর্ণ বাসস্থানেই থাকার পরিকল্পনা করেছে ডরিসের পরিবার। ডরিস বলেন, ‘আমরা সব সময় এখানে থাকতেই পছন্দ করি। আমরা সবেমাত্র রান্নাঘর এবং সংরক্ষণাগার সম্পন্ন করেছি। এখনো বাড়ির বাকি অংশ জরাজীর্ণ দেখাচ্ছে। বাড়িটি পরিপাটি করার পাশাপাশি এবার দোতলায় একটা নতুন বাথরুম করতে চাই।’
বাসায় দুটি ‘মানি স্পাইডার’ খ্যাত মাকড়সা দেখে লটারির টিকিট কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন এক দাদিমা। শেষ পর্যন্ত লটারিও জিতে গেছেন। আগামী ৩০ বছর পর্যন্ত প্রতি মাসেই ১০ হাজার পাউন্ড করে পাবেন। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রতি মাসে পৌনে ১৪ লাখ টাকা করে পাবেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের সারে কাউন্টির ডরকিনে বাস করেন ৭০ বছর বয়সী লটারি বিজয়ী ডরিস স্ট্যানব্রিজ। লটারি বিজয়ের পর ৬৬ বছর বয়সী স্বামী কেইথকে নিয়ে এখন অবসরজীবন যাপনের চিন্তা করছেন তিনি।
ডরিস বলেন, ‘আমি আরও কয়েক বছর কাজ চালিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু এখন আগামী কয়েক মাসের মধ্যেই কাজ থেকে অবসর নিতে যাচ্ছি।’
মাকড়সা দেখে লটারির টিকিট কেনার বিষয়ে ডরিস বলেন, ‘যখন আমার হাতের মধ্যে একটি সুড়সুড়ি অনুভব করি, সেই মুহূর্তটিতে আমি রান্নাঘরের বাইরে ছিলাম। চেয়ে দেখি, হাতের মধ্যে হামাগুড়ি দিচ্ছে একটি মানি স্পাইডার।’
তিনি আরও বলেন, ‘আমি এটিকে আটক করে সংরক্ষণাগারে গিয়ে দেখি আরেকটি মানি স্পাইডার।’
পরপর দুটি মাকড়সা দেখে নিজের কন্যাকে ডরিস বলেছিলেন, ‘আমার একটি লটারির টিকিট কেনা উচিত।’
ডরিস জানান, নিজের ৭০তম জন্মদিনের পার্টি থাকায় লটারির ড্রয়ের কথা তিনি ভুলে গিয়েছিলেন। পরে ই-মেইল চেক করতে গিয়ে তিনি দেখতে পান ন্যাশনাল লটারি থেকে পাঠানো এক বার্তায় তাঁকে বলা হয়েছে, ‘অভিনন্দন, আপনি বিজয়ী হয়েছেন।’
লটারি জয় করলেও নিজের জরাজীর্ণ বাসস্থানেই থাকার পরিকল্পনা করেছে ডরিসের পরিবার। ডরিস বলেন, ‘আমরা সব সময় এখানে থাকতেই পছন্দ করি। আমরা সবেমাত্র রান্নাঘর এবং সংরক্ষণাগার সম্পন্ন করেছি। এখনো বাড়ির বাকি অংশ জরাজীর্ণ দেখাচ্ছে। বাড়িটি পরিপাটি করার পাশাপাশি এবার দোতলায় একটা নতুন বাথরুম করতে চাই।’
২০২৪ সালের আগে টেসলার ইতিহাসে মাত্র একবার ত্রৈমাসিক বিক্রি কমতে দেখা গিয়েছিল। কিন্তু এখন পরপর দুটি ত্রৈমাসিক প্রতিবেদনে টেসলার বিক্রিতে পতন ঘটেছে। দ্বিতীয় ত্রৈমাসিকে টেসলার বিক্রি গত বছরের তুলনায় ১৩.৫ শতাংশ কমে গেছে।
৪ ঘণ্টা আগেজলবায়ু পরিবর্তনের দায়ে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে বলে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। আজ বুধবার এক ঐতিহাসিক রায়ে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানান, অতীতের কার্বন নিঃসরণসহ জলবায়ু সংকটে দায়বদ্ধতার বিষয়টি বিচারযোগ্য হলেও কোন দেশ কতটা দায়ী, তা নি
৫ ঘণ্টা আগেহামাসের প্রয়াত শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের স্ত্রী সামার আবু জামার গাজা থেকে পালিয়ে তুরস্কে গিয়ে আবারও বিয়ে করেছেন। গাজা থেকে পাওয়া একটি সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট’ এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা করার অভিযোগে সত্তরোর্ধ্ব এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ওই নারী কেন্দ্রীয় ইসরায়েলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে