ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিংমলে স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার ঘটনায় ২২ বছর বয়সী এক ডেনিশ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়েছে।
কোপেনহেগেনের পুলিশ ইন্সপেক্টর সোরেন থমাসেন সাংবাদিকদের বলেন, ‘নিহত তিনজনের মধ্যে একজনের বয়স ৪০। আর বাকি দুজন যুবক। এ হামলার সঙ্গে গ্রেপ্তার যুবক ছাড়া অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। কী কারণে এ হামলা চালানো হয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।’
ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন রোববার এক বিবৃতিতে বলেন, ‘রোববার একটি নিষ্ঠুর হামলার শিকার হয়েছে ডেনমার্ক। হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। আমি এমন কঠিন পরিস্থিতিতে সবাইকে একসঙ্গে থাকার এবং পাশে থেকে একে অপরকে সহায়তা করার আহ্বান জানাই।’
হামলার রাতে শপিংমলের সামনে এক কনসার্টে যোগ দেওয়ার কথা ছিল ৫৩ বছর বয়সী আইটি কনসালট্যান্ট হ্যান্স ক্রিশ্চিয়ান স্টলটজের। তিনি বলেন, ‘এটি একটি সন্ত্রাসী হামলা। এটি খুবই ভয়াবহ। একজন মানুষ কীভাবে এটি করতে পারে।’
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারী অস্ত্র নিয়ে ঘটনাস্থলে টহল দিচ্ছে। শপিংমল থেকে লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে বেরিয়ে আসছেন।
উল্লেখ্য, যে শপিংমলে হামলা হয়েছে সেটি ডেনমার্কের অন্যতম বড় শপিংমল। ‘ফিল্ডস শপিং সেন্টার’ নামের শপিংমলটি কোপেনহেগেনের উপকণ্ঠে অবস্থিত।
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিংমলে স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার ঘটনায় ২২ বছর বয়সী এক ডেনিশ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়েছে।
কোপেনহেগেনের পুলিশ ইন্সপেক্টর সোরেন থমাসেন সাংবাদিকদের বলেন, ‘নিহত তিনজনের মধ্যে একজনের বয়স ৪০। আর বাকি দুজন যুবক। এ হামলার সঙ্গে গ্রেপ্তার যুবক ছাড়া অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। কী কারণে এ হামলা চালানো হয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।’
ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন রোববার এক বিবৃতিতে বলেন, ‘রোববার একটি নিষ্ঠুর হামলার শিকার হয়েছে ডেনমার্ক। হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। আমি এমন কঠিন পরিস্থিতিতে সবাইকে একসঙ্গে থাকার এবং পাশে থেকে একে অপরকে সহায়তা করার আহ্বান জানাই।’
হামলার রাতে শপিংমলের সামনে এক কনসার্টে যোগ দেওয়ার কথা ছিল ৫৩ বছর বয়সী আইটি কনসালট্যান্ট হ্যান্স ক্রিশ্চিয়ান স্টলটজের। তিনি বলেন, ‘এটি একটি সন্ত্রাসী হামলা। এটি খুবই ভয়াবহ। একজন মানুষ কীভাবে এটি করতে পারে।’
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারী অস্ত্র নিয়ে ঘটনাস্থলে টহল দিচ্ছে। শপিংমল থেকে লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে বেরিয়ে আসছেন।
উল্লেখ্য, যে শপিংমলে হামলা হয়েছে সেটি ডেনমার্কের অন্যতম বড় শপিংমল। ‘ফিল্ডস শপিং সেন্টার’ নামের শপিংমলটি কোপেনহেগেনের উপকণ্ঠে অবস্থিত।
গাজায় চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েল বহুদিন ধরে দাবি করে আসছিল যে, হামাস জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ত্রাণ চুরি করছে। এই অভিযোগকে সামনে রেখেই তারা সেখানে খাদ্য সরবরাহে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে এখন জানা যাচ্ছে, ইসরায়েলি সামরিক বাহিনী এমন কোনো প্রমাণই পায়নি যে—হামাস পদ্ধতিগতভাবে জাতিসংঘ
২৪ মিনিট আগেথমথমে পরিবেশ, থেকে থেকে শোনা যাচ্ছে ট্যাঙ্কের গর্জন আর কামানের শব্দ—তিন দিন ধরে থাইল্যান্ডের সীমান্তবর্তী অঞ্চলগুলোর পরিস্থিতি এরকমই। দু’দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত দ্বন্দ্ব অবশেষে রূপ নিয়েছে খোলা সংঘর্ষে। গত বৃহস্পতিবার প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে পাল্টাপাল্টি গোলাগুলি শুরুর পর থেকে এটাই যেন হয়ে
২৯ মিনিট আগেগাজায় দীর্ঘ কয়েক মাসের ইসরায়েলি অবরোধের পর যখন দুর্ভিক্ষে মানুষ প্রাণ হারানো শুরু করেছে ঠিক তখনই আন্তর্জাতিক চাপের মুখে অঞ্চলটিতে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। পাশাপাশি, আবারও আকাশপথে উড়োজাহাজ থেকেও ত্রাণ ফেলা শুরু হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের মনসা দেবীর মন্দিরে পদদলনের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন। মন্দিরে ওঠার সিঁড়িতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে