Ajker Patrika

আফগান সীমান্তের কাছে সেনা মহড়া চালাবে রাশিয়া

আফগান সীমান্তের কাছে সেনা মহড়া চালাবে রাশিয়া

আগামী মাসে তাজিকিস্তান এবং উজবেকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় সেনা মহড়া চালাবে রাশিয়া। আজ সোমবার রুশ সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ওই সব এলাকায় সেনা মহড়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে যেখানে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী তালেবানরা সরকারি বাহিনীকে পরাজিত করে একের পর এক এলাকা দখল করে নিচ্ছে। এরই মধ্যে তালেবানের সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়ে তাজিকিস্তানে পালিয়ে চলে গেছেন অনেক আফগান সেনা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, আগামী ৫ থেকে ১০ আগস্ট পর্যন্ত এই সেনা মহড়া অনুষ্ঠিত হবে। তাজিকিস্তানের সঙ্গে যৌথভাবে খার্বমাইডন প্রশিক্ষণ গ্রাউন্ডে এই মহড়া আয়োজিত হবে।

রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার আলেক্সান্ডার লাপিন বলেন, সেনাবাহিনী "জোটবদ্ধ দেশের ভূখণ্ডে অবৈধ আক্রমণকারীদের কে পরাস্ত করার জন্য মহড়া চালাবে।

ধারণা করা হচ্ছে, আফগানিস্তানের প্রায় ৪০০ জেলা দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। এর মধ্যে বেশ গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংও দখলে নিয়েছেন তারা।

রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র আফগান মিশনে ব্যর্থ হয়েছে। আর তাদের সেনা প্রত্যাহারের কারণে দেশটিতে অস্থিতিশীল অবস্থা তৈরি করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত