Ajker Patrika

স্ত্রী ছাড়াই ১২৯ সন্তানের বাবা যিনি 

স্ত্রী ছাড়াই ১২৯ সন্তানের বাবা যিনি 

যুক্তরাজ্যের বাসিন্দা ক্লাইভ জোন্স। ৬৬ বছর বয়সী এই মানুষটিকে সমাজের আর দশটা মানুষের মতো মনে হলেও আসলে তিনি তেমনটি নন। এই বয়সে স্ত্রী ছাড়াই ১২৯ সন্তানের বাবা হয়েছেন তিনি। বিষয়টি অবাক করার হলেও সাবেক এই শিক্ষক শুক্রাণু দান করে এই কীর্তি গড়েছেন।  যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, গত প্রায় ১০ বছর ধরে শুক্রাণু ডোনেশানের কাজ করছেন তিনি। ক্লাইভের আরও ৯ সন্তান জন্ম নিলে তিনি মোট ১৩৮ সন্তানের জৈবিক বাবা হবেন। তবে তার লক্ষ্য ১৫০ সন্তানের বাবা হওয়া। এরপরই এ কাজ থেকে বিদায় নেবেন তিনি। 

ক্লাইভ জানান, যারা শুক্রাণু গ্রহণ করতে চান, তাঁরা ফেসবুকের মাধ্যমে ক্লাইভের সঙ্গে যোগাযোগ করেন ও তাদের চাহিদা পূরণ করার কথা জানান। বড় কথা, দীর্ঘদিন ধরে শুক্রাণু দানের কাজ করলেও তিনি এই কাজের জন্য কোনো টাকা নেন না। 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডার্বিশায়ার লাইভকে ক্লাইভ বলেন, আমি অনেক বেশি শুক্রাণু ব্যবসায়ীদের জানি কিন্তু তারা দান করে না, বরং বীর্য বিক্রি করে। একটি সন্তান হওয়ার পর কেমন খুশি লাগে তা আমি জানি। আমার মনে আছে আমকে একবার একজন নানি নাতনি হওয়ার কারণে ধন্যবাদ জানিয়েছিলেন। 

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ক্লাইভ ও তাঁর স্ত্রীর তিন সন্তান রয়েছে। যুক্তরাজ্যের শুক্রাণুর ব্যাংকগুলোতে ৪৫ বছর বয়সের বেশি কেউ শুক্রাণু দান করতে পারে না। আর এ জন্য ফেসবুকের মাধ্যমে ৫৮ বছর বয়সে শুক্রাণু দেওয়া শুরু করে ক্লাইভ। 

অবশ্য ক্লাইভের এই কর্মকাণ্ডে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যের হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়োলজি অথোরিটি। সংস্থাটি বলছে, শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ক্লিনিকের মাধ্যমে দাতা ও গ্রহীতারা শুক্রাণু সংগ্রহ করতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত