Ajker Patrika

নরওয়েতে তীর–ধনুকের হামলায় হতাহত একাধিক

নরওয়েতে তীর–ধনুকের হামলায় হতাহত একাধিক

নরওয়ের রাজধানী অসলোর দক্ষিণ–পশ্চিম পাশে অবস্থিত কংসবার্গ শহরে এক ব্যক্তির তীর–ধনুকের হামলায় একাধিক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন। নরওয়ের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশের প্রধান ওয়েবিন্দ আন বলেন, এ ঘটনায় একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানায় নিয়ে রাখা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা তিনি একাই এই ঘটনা ঘটিয়েছেন। তবে পুলিশ শহরের বেশ কয়েকটি এলাকা ঘিরে রেখেছে।

তবে পুলিশ এখনো নিশ্চিত করে এই ঘটনায় হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে বলতে পারেনি। এ ছাড়া এই হামলার উদ্দেশ্য সম্পর্কেও এখনো জানতে পারেনি পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, হামলাকারী একটি সুপার মার্কেটে হামলা চালায়। এ সময় মার্কেটে থাকা লোকেরা ভিতরে অবস্থান নেয়।

নরওয়ের বিচারমন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছে, বিচারমন্ত্রী মনিকা মেল্যান্ডকে এ ব্যাপারে জানানো হয়েছে। এ ছাড়া এই পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত