Ajker Patrika

পুতিন তোমাদের দেশকে ধ্বংস করছে, রুশদের জেলেনস্কি

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৪: ১৯
পুতিন তোমাদের দেশকে ধ্বংস করছে, রুশদের জেলেনস্কি

রাশিয়াকে ধ্বংস করছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন—এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ানদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘আপনাদের নেতা আপনাদের দেশকে ধ্বংস করছে।’ 

বিবিসির খবরে বলা হয়, প্রেসিডেন্ট পুতিনের নতুন বছরের ভাষণের পর দেওয়া এক বক্তব্যে জেলেনস্কি এমন মন্তব্য করেন। জাতির উদ্দেশে দেওয়া নতুন বছরের ভাষণে সামরিক পোশাক পরে হাজির হন পুতিন। এর পরিপ্রেক্ষিতে জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট সামনে থেকে নেতৃত্ব না দিয়ে উল্টো সেনাবাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। 

জেলেনস্কি আরও বলেন, ‘আপনাদের নেতা বোঝাতে চাইছেন তিনি সামরিক বাহিনীকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু প্রকৃত বিষয় হলো, তিনি মূলত নিজেকে লুকিয়ে রাখছেন। সেনাবাহিনী, ক্ষেপণাস্ত্র এবং সুরক্ষিত প্রাসাদের দেয়ালের পেছনে নিজেকে লুকিয়ে রাখছেন পুতিন। সে আপনাদের দেশ ও ভবিষ্যৎকে জ্বালিয়ে-পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে।’ 

এ সময় তিনি পুতিনকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার এই সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য কেউ আপনাকে ক্ষমা করবে না। বিশ্বের কেউই আপনাকে ক্ষমা করবে না। ইউক্রেন আপনাকে ক্ষমা করবে না।’ 

এদিকে ইউক্রেনে নতুন বছর শুরু হয়েছে রুশ বাহিনীর হামলার মাধ্যমে। নববর্ষ উদ্‌যাপন শুরুর আধা ঘণ্টা পরেই বেশ কয়েকবার কিয়েভে হামলা চালানো হয়। তবে প্রাথমিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া নতুন বছর উদ্‌যাপনের আগের দিনেও ইউক্রেনের রাজধানী ও অন্যান্য শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এদিন হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানী মেয়র। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনি জানিয়েছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনিবার ১০ থেকে ১২টি রাশিয়ান ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত