Ajker Patrika

দনবাসে ইউক্রেনের ২০০০ সৈন্যকে ঘিরে রাখার দাবি রাশিয়ার 

আপডেট : ২৪ জুন ২০২২, ১৮: ৩০
দনবাসে ইউক্রেনের ২০০০ সৈন্যকে ঘিরে রাখার দাবি রাশিয়ার 

ইউক্রেনের পূর্বাঞ্চল দনবাসে দেশটির প্রায় ২ হাজার সৈন্যকে ঘেরাও করে রেখেছে রাশিয়া। একই সঙ্গে দনবাসের সেভেরদোনেৎস্ক ও লিসিশানস্কে আক্রমণ জোরদার করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইগর কোনাশেঙ্কভ বলেছেন, ‘হিরস্কে এলাকায় আমরা প্রায় ২০০০ ইউক্রেনীয় সৈন্যের সরবরাহ বিচ্ছিন্ন করে দিয়েছি। এর মধ্যে ১ হাজার ৮০০ জন ইউক্রেনীয় সেনাবাহিনীর সদস্য, ১২০ জন নাৎসি এবং বাকি ৮০ জন বিদেশি ভাড়াটে যোদ্ধা। এ ছাড়া ৪০টি সশস্ত্র যুদ্ধযান, ৮০টি বন্দুক এবং মর্টারও রয়েছে আমাদের অবরোধের তালিকায়।’ 

ইগর কোনাশেঙ্কভ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৪১ জন ইউক্রেনীয় সৈন্য আত্মসমর্পণ করেছেন। তিনি আরও জানিয়েছেন, রাশিয়ার সেনাবাহিনী লুহানস্কের বিভিন্ন স্থানের পাঁচটি অস্ত্রাগার উড়িয়ে দিয়েছে। 

এর আগে লুহানস্কের সামরিক প্রশাসক জানিয়েছিলেন—রাশিয়ার সেনাবাহিনী লিসিশানস্কের জোলোতে এবং তোশকিভকায় নিজেদের অবস্থান সুসংহত করেছে। 

এদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে সেভেরোদনেৎস্ক থেকে তাদের পশ্চাৎপসরণ সাময়িক। সেভেরোদনেৎস্কের বিভিন্ন এলাকা থেকেও সৈন্য গুটিয়ে নিতে শুরু করলেও আগামী কয়েক দিনের মধ্যেই আবারও নতুন করে যুদ্ধ শুরু হবে বলে জানিয়েছেন সেভেরোদনেৎস্কের সামরিক প্রশাসক রোমান ভ্লাসেনকো। 

ভ্লাসেনকো বলেছেন, ‘গতকাল (স্থানীয় সময় বৃহস্পতিবার) ইউক্রেনীয় সৈন্যরা সেভেরোদনেৎস্ক থেকে নিজেদের সরিয়ে নিতে শুরু করেছে। তার পরও বেশ কিছু সৈন্য এখানে রয়ে গেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত