Ajker Patrika

ফ্রান্সে গভীর রাতে আগুনে পুড়ল পাঁচ শিশুসহ ১০ জন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৫: ১৩
ফ্রান্সে গভীর রাতে আগুনে পুড়ল পাঁচ শিশুসহ ১০ জন

ফ্রান্সের লিওন শহরের একটি আবাসিক ভবনে আগুন লেগে পাঁচ শিশুসহ অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছে। লিওনের স্থানীয় সরকার এক বিবৃতিতে বলেছে, গতকাল গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, লিয়ন শহরের কাছে ভলক্স এন ভেলিনের একটি ভবনের সাত তলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ১৭০ জন অগ্নিনির্বাপণ কর্মী ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ দুর্ঘটনার ১০ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। 

এদিকে বোর্ন অঞ্চলের আবাসনমন্ত্রীর প্রতিনিধি অলিভিয়ার ক্লেইন আজ সকালে এক টুইটার পোস্টে বলেছেন, আগুনে পুড়ে যারা মারা গেছে, তাদের দেখলে মেরুদণ্ড ঠান্ডা হয়ে যাবে। ভয়াবহ! 

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড ডারমানিন বলেছেন, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। অত্যন্ত কঠিন পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়েছেন। তাঁদের প্রশংসা করেছেন মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, নিহত শিশুদের বয়স ৩ থেকে ১৫ বছর। শিগগিরই এ ঘটনার তদন্ত শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

নেছারাবাদের সেই প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত