রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণার পর নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন নারীদের উদ্দেশে বলেছেন, নেতৃত্ব যেন মাতৃত্বের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে খেয়াল রাখবেন। গত বুধবার পার্লামেন্টে দেওয়া তাঁর সমাপনী ভাষণে তিনি নারীদের প্রতি এই আহ্বান জানিয়েছেন।
৪২ বছর বয়সী জেসিন্ডা ওয়েলিংটনে পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেন, ‘আমি একজন সেরা মা হতে পারতাম। আপনারাও তা হতে পারেন এবং এখানে (পার্লামেন্টে) থাকতে পারেন।’
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, একজন সহানুভূতিশীল নারী ও দৃঢ় নেতৃত্বের জন্য বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছেন জেসিন্ডা আর্ডার্ন। এ বছরের জানুয়ারিতে তিনি প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। তবে তাঁর পাঁচ বছরের শাসনামলে একজন ‘ক্রাইসিস ম্যানেজার’ হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
জেসিন্ডার প্রধানমন্ত্রিত্বের সময় ২০১৯ সালে নিউজিল্যান্ডের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছিল। সেই হামলায় নিহত হয়েছিলেনে ৫১ জন মুসল্লি। পরের বছর একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ২২ জন মারা যায়। এ ছাড়া করোনা মহামারি তো ছিলই। এসব সংকট তিনি দক্ষতার সঙ্গে সামলেছেন।
২০১৮ সালে নিজ কার্যালয়ে সন্তান জন্ম দিয়ে বিশ্বব্যাপী আলোচিত হয়েছিলেন জেসিন্ডা। বিশ্বনেতাদের মধ্যে এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিজ কার্যালয়ে সন্তান জন্ম দিয়েছিলেন।
জেসিন্ডা তাঁর বক্তৃতায় নিজের গর্ভধারণের সময়ের কঠিন পথচলার কথা অকপটে বলেছেন। তিনি জানান, মানসিক চাপসহ আরও অন্যান্য জটিলতার কারণে তাঁকে ৩৭ বছর বয়সে মা হতে নিষেধ করা হয়েছিল।
জেসিন্ডা বলেন, ‘লেবার পার্টির নেতা হওয়ার পর আমার একবার ব্যর্থ গর্ভধারণের অভিজ্ঞতা হয়েছিল। আমি ভেবেছিলাম, আর কোনো দিন মা হতে পারব না। কয়েক মাস পর জানলাম, আমি আবার অন্তঃসত্ত্বা! তখন আমি কতটা বিস্মিত হয়েছিলাম একবার কল্পনা করুন। আমার তখনকার মানসিক অবস্থা একবার ভাবুন।’
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, মাত্র ১৭ বছর বয়সে ১৯৯৯ সালে রাজনীতিতে নেমেছিলেন জেসিন্ডা আর্ডার্ন। তিনি ২০১৭ সালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হন। বিদায়ী ভাষণে জেসিন্ডা তাঁর উত্তরসূরিদের উদ্দেশে বলেন, আপনাকে আরও সদয় ও সংবেদনশীল হতে হবে। আপনাকে কখনো মা হতে হবে, কখনো নির্বোধ হতে হবে। আপনি শুধুই ক্ষমতায় থাকতে পারবেন না কিংবা শুধুই নেতৃত্বে থাকতে পারবেন না।
রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণার পর নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন নারীদের উদ্দেশে বলেছেন, নেতৃত্ব যেন মাতৃত্বের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে খেয়াল রাখবেন। গত বুধবার পার্লামেন্টে দেওয়া তাঁর সমাপনী ভাষণে তিনি নারীদের প্রতি এই আহ্বান জানিয়েছেন।
৪২ বছর বয়সী জেসিন্ডা ওয়েলিংটনে পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেন, ‘আমি একজন সেরা মা হতে পারতাম। আপনারাও তা হতে পারেন এবং এখানে (পার্লামেন্টে) থাকতে পারেন।’
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, একজন সহানুভূতিশীল নারী ও দৃঢ় নেতৃত্বের জন্য বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছেন জেসিন্ডা আর্ডার্ন। এ বছরের জানুয়ারিতে তিনি প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। তবে তাঁর পাঁচ বছরের শাসনামলে একজন ‘ক্রাইসিস ম্যানেজার’ হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
জেসিন্ডার প্রধানমন্ত্রিত্বের সময় ২০১৯ সালে নিউজিল্যান্ডের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছিল। সেই হামলায় নিহত হয়েছিলেনে ৫১ জন মুসল্লি। পরের বছর একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ২২ জন মারা যায়। এ ছাড়া করোনা মহামারি তো ছিলই। এসব সংকট তিনি দক্ষতার সঙ্গে সামলেছেন।
২০১৮ সালে নিজ কার্যালয়ে সন্তান জন্ম দিয়ে বিশ্বব্যাপী আলোচিত হয়েছিলেন জেসিন্ডা। বিশ্বনেতাদের মধ্যে এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিজ কার্যালয়ে সন্তান জন্ম দিয়েছিলেন।
জেসিন্ডা তাঁর বক্তৃতায় নিজের গর্ভধারণের সময়ের কঠিন পথচলার কথা অকপটে বলেছেন। তিনি জানান, মানসিক চাপসহ আরও অন্যান্য জটিলতার কারণে তাঁকে ৩৭ বছর বয়সে মা হতে নিষেধ করা হয়েছিল।
জেসিন্ডা বলেন, ‘লেবার পার্টির নেতা হওয়ার পর আমার একবার ব্যর্থ গর্ভধারণের অভিজ্ঞতা হয়েছিল। আমি ভেবেছিলাম, আর কোনো দিন মা হতে পারব না। কয়েক মাস পর জানলাম, আমি আবার অন্তঃসত্ত্বা! তখন আমি কতটা বিস্মিত হয়েছিলাম একবার কল্পনা করুন। আমার তখনকার মানসিক অবস্থা একবার ভাবুন।’
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, মাত্র ১৭ বছর বয়সে ১৯৯৯ সালে রাজনীতিতে নেমেছিলেন জেসিন্ডা আর্ডার্ন। তিনি ২০১৭ সালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হন। বিদায়ী ভাষণে জেসিন্ডা তাঁর উত্তরসূরিদের উদ্দেশে বলেন, আপনাকে আরও সদয় ও সংবেদনশীল হতে হবে। আপনাকে কখনো মা হতে হবে, কখনো নির্বোধ হতে হবে। আপনি শুধুই ক্ষমতায় থাকতে পারবেন না কিংবা শুধুই নেতৃত্বে থাকতে পারবেন না।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৯ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৩ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৬ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৭ ঘণ্টা আগে