Ajker Patrika

রাশিয়ার আরেকটি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের

আপডেট : ০৮ মে ২০২২, ১২: ১৯
রাশিয়ার আরেকটি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের

কৃষ্ণসাগরে ড্রোন হামলার মাধ্যমে রাশিয়ার আরও একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। অন্যদিকে বন্দরনগরী ওদেসায় গতকাল শনিবার নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

গত মাসে কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজ মস্কোভা ডুবিয়ে দেওয়ার পর আরও একটি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করল ইউক্রেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, স্নেক আইল্যান্ডে নোঙর করা একটি জাহাজে বের‍্যাক্টার ড্রোনের হামলা করা হয়েছে। এই দ্বীপের কাছে আগামী ৯ মে রুশ বাহিনীর ঐতিহ্যবাহী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলেও জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

বার্তা সংস্থা এপি স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বলেছে, স্নেক আইল্যান্ডে রুশ যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলার পর সেখানে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। জাহাজে আগুন জ্বলার ছবিও দেখা গেছে।

বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেনের সেনারা রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ জোরদার করেছে। খুব শিগগির ইউক্রেনের সেনারা রুশ বাহিনীকে খারকিভ শহরের বাইরে তাড়িয়ে দিতে সক্ষম হবে বলে মনে হচ্ছে।

এদিকে ইউক্রেনের স্থানীয় গভর্নরের একজন মুখপাত্র বলেছেন, গতকাল শনিবার সকালে ওদেশায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ ছাড়া ইউক্রেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় অপারেশনাল কমান্ডের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক বলেছেন, ‘ইউক্রেনের আরসিজ শহরে বিমান থেকে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনারা।’ তবে এতে কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছেন তিনি। 

অন্যদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক গোয়েন্দা প্রতিবেদনে বলেছে, রাশিয়ার সবচেয়ে উন্নত ট্যাংক ‘টি-৯০ এম’ ধ্বংস করে দিয়েছে ইউক্রেন। চলমান যুদ্ধে রাশিয়ার সশস্ত্র বাহিনীর ইতিমধ্যে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে যথেষ্ট সময় লাগবে এবং রুশ বাহিনীকে পুনর্গঠন করতেও অনেক অর্থ ব্যয় করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত