Ajker Patrika

সন্তানদের যে কারণে ‘অপহরণ’ করলেন মা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১০: ৪৭
সন্তানদের যে কারণে ‘অপহরণ’ করলেন মা

করোনাভাইরাসের টিকা সন্তানদের দিতে চান না মা। এ জন্য দুই সন্তানকে অপহরণ করেছেন। এমন অভিযোগ করেছেন ওই নারীর সাবেক স্বামী। ইউরোপের দেশ স্পেনের সেভিয়া শহরে এ ঘটনা ঘটেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ওই নারীর সাবেক স্বামী গত মাসে সন্তানদের অপহরণের বিষয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ওই নারীর সাবেক স্বামী সেভিয়া শহরের দক্ষিণাঞ্চলে থাকেন। গত ৪ নভেম্বর থেকে তিনি তাঁর সন্তানকে দেখেন না। এর আগে তাঁর স্ত্রী একটি চিঠিতে জানিয়েছিলেন যে তিনি তাঁর সন্তানদের স্কুলে যেতে দেবেন না।

স্পেনের আদালতের রায় অনুযায়ী, সন্তানদের টিকা দেওয়া হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত দিতে পারেন একজন বাবা।

স্থানীয় বিচার বিভাগের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে আরও বলা হয়, গতকাল বুধবার সকালে ওই নারী কর্তৃপক্ষের কাছে দুই সন্তান নিয়ে হাজির হন। পরে তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন আদালত। 

স্পেনের গার্দিয়া সিভিল পুলিশ বাহিনীর মুখপাত্র জানান, গতকাল বুধবার বিকেলে সন্তানদের বাবার কাছে হস্তান্তর করা হয়। 

স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে ১৫ ডিসেম্বর থেকে ৫ থেকে ১১ বছর বয়সীদের টিকা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত স্পেনে টিকাবিরোধী কোনো  আন্দোলন হয়নি। 

স্পেনে ১২ বছরের বেশি ৯০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত