Ajker Patrika

ইউক্রেনের শিশুদের জোরপূর্বক রাশিয়ায় স্থানান্তরের অভিযোগ ‘বিশ্বাসযোগ্য’: জাতিসংঘ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১২: ৫২
ইউক্রেনের শিশুদের জোরপূর্বক রাশিয়ায় স্থানান্তরের অভিযোগ ‘বিশ্বাসযোগ্য’: জাতিসংঘ

মস্কো বাহিনী জোর করে ইউক্রেনের শিশুদের রাশিয়ায় নিয়ে গেছে বলে যে অভিযোগ উঠেছে, তা ‘বিশ্বাসযোগ্য’ বলে মন্তব্য করেছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘ বলেছে, নির্বাসনের অংশ হিসেবে ইউক্রেন থেকে শিশুদের নিয়ে রাশিয়ায় স্থানান্তর করেছে রুশ সেনাবাহিনী। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল ইলজে ব্র্যান্ডস কেহরিস নিরাপত্তা পরিষদকে বলেছেন, রাশিয়ার অধিকৃত অঞ্চল থেকে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সঙ্গীহীন শিশুদের জোরপূর্বক স্থানান্তর করার ‘বিশ্বাসযোগ্য’ অভিযোগ রয়েছে। রুশ কর্তৃপক্ষ পিতামাতার যত্নহীন শিশুদের রাশিয়ার নাগরিকত্ব দেওয়ার জন্য একটি সরলীকৃত পদ্ধতি গ্রহণ করায় আমরা উদ্বিগ্ন। রুশ পরিবারে এসব শিশুকে দত্তক দেওয়া হবে।

ব্র্যান্ডস কেহরিস আরও বলেছেন, রুশ বাহিনী একধরনের ছাকনিকরণ পদ্ধতিতে অপারেশন চালাচ্ছে। রুশ অধিকৃত অঞ্চলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সেখানে রুশ সেনারা ইউক্রেনীয়দের দেহ তল্লাশি করছে, কখনো জোরপূর্বক নগ্ন করছে এবং ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। এমনকি তাদের মোবাইল ডিভাইসগুলো পরীক্ষা করা, ব্যক্তিগত তথ্য নেওয়াসহ ছবি ও আঙুলের ছাপ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ইউক্রেনের নারীরা যৌন নির্যাতনের শিকার হচ্ছেন বলেও উদ্বেগ প্রকাশ করেছেন ইলজে ব্র্যান্ডস কেহরিস।

এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছিল, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় সরাসরি ‘ফিল্টারিং’ কার্যক্রম পরিচালনা করছে এবং হাজার হাজার ইউক্রেনীয়কে রাশিয়ায় জোরপূর্বক স্থানান্তরিত করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত