Ajker Patrika

রাশিয়ার সঙ্গে এখনো যোগাযোগ রয়েছে, নিশ্চিত করল যুক্তরাষ্ট্র

রাশিয়ার সঙ্গে এখনো যোগাযোগ রয়েছে, নিশ্চিত করল যুক্তরাষ্ট্র

রাশিয়ার সঙ্গে এখনো নিয়মিত যোগাযোগ চলমান রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পারমাণবিক উত্তেজনা প্রশমনে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে যোগাযোগ উন্মুক্ত থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

জেক সুলিভান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নিজ স্বার্থেই ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। তবে তিনি জানিয়েছেন, মস্কোর কোন কোন ব্যক্তি ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, জেক সুলিভান এরই মধ্যে বিগত কয়েক মাসে রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ এবং ক্রেমলিনের জ্যেষ্ঠ বৈদেশিক নীতিবিষয়ক সহযোগী ইউরি উশাকভের সঙ্গে কয়েক দফায় আলোচনা করেছেন। 

জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, জেক সুলিভান রুশ নীতি নির্ধারকদের সঙ্গে ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার যেন কোনোভাবেই না হয়, সেই বিষয়ে আলোচনা করেছেন। তবে, তাঁরা যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো দর-কষাকষি করেননি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বিষয়টি নিয়ে কোনো তথ্য দিতে অস্বীকার করেছেন। তবে তিনি ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ‘মানুষ তো অনেক কিছু দাবি করে।’ বিপরীতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ পশ্চিমা সংবাদপত্রগুলোকে ‘অসংখ্য প্রতারণাপূর্ণ তথ্য প্রকাশের’ দায়ে অভিযুক্ত করেছেন।

তবে গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাসভবন হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ পিয়েরে বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যেকোনো বিষয়ে আলোচনার অধিকার রাখে। এমনকি জেক সুলিভান—যাকে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অন্যতম সিনিয়র উপদেষ্টা এবং যিনি রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য প্রশাসনকে চাপ দিয়ে যাচ্ছেন—বলেছেন মস্কোর সঙ্গে যোগাযোগ বজায় রাখা হয়েছে চলমান সংঘাত দ্বারা প্রভাবিত প্রতিটি দেশের স্বার্থেই।

ফলে বিষয়টি অনেকটাই স্পষ্ট যে, উভয় দেশ মুখে যাই বলুক—যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এখনো যোগাযোগ বিদ্যমান। জেক সুলিভানের মন্তব্য থেকে বিষয়টি স্পষ্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত