Ajker Patrika

পরিবেশবান্ধব আরও ২০ হাজার বাড়ি নির্মাণ করবে ওয়েলস

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩: ১৯
পরিবেশবান্ধব আরও ২০ হাজার বাড়ি নির্মাণ করবে ওয়েলস

ওয়েলস সরকার সে দেশে পরিবেশবান্ধব আরও ২০ হাজার সবুজ সামাজিক বাড়ি নির্মাণ করবে। সম্প্রতি ওয়েলসের প্রথম 'ইতিবাচক শক্তি' নামের সামাজিক আবাসন প্রকল্প পরিদর্শনকালে ওয়েলসের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী জুলি জেমস এ ঘোষণা দেন। 

ওয়েলস সরকার বলছে, পরিবেশবান্ধব এই বাড়িগুলো ভাড়াও পাওয়া যাবে। এই বাড়িতে যাঁরা থাকবেন, তাঁরা যে শক্তি ব্যবহার করবেন, তার চেয়ে বেশি শক্তি উৎপাদন করবে এই বাড়িগুলো। বাড়িগুলো ছোট একটি শক্তিকেন্দ্র হিসেবে কাজ করবে। এসব বাড়িতে যাঁরা থাকবেন তাঁদের বাড়িভাড়ার খরচ অনেক কমে যাবে। 

এলয় কিং নামে ওয়েলসের এক নাগরিক বলেন, `স্ত্রী ও তিন সন্তান নিয়ে আমার পরিবার। গত জানুয়ারিতে আমি কম কার্বন নিঃসরণকারী পরিবেশবান্ধব একটি বাড়িতে আসার পর আমার বিদ্যুৎ খরচ ২৫০ ইউরো থেকে ২০ ইউরোতে নেমেছে। এখন আমরা বাড়তি টাকা পরিবারের জন্য সঞ্চয় করছি। অতিরিক্ত টাকা এখন আমাদের নিরাপদ খাদ্য, স্বাস্থ্য ও বাচ্চাদের ভালো স্কুলে পড়ানোর জন্য সহযোগিতা করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত