স্বেচ্ছা নির্বাসনে থাকা তিব্বতি বৌদ্ধধর্মীয় নেতা দালাই লামা এক সাংবাদিকের উদ্দেশে বিরূপ মন্তব্য করে আলোচনায় এসেছেন।
ব্রিটেনের সম্প্রচার মাধ্যম চ্যানেল ৪–এর ক্যামেরাম্যানকে উদ্দেশ করে দালাই লামা বলেছিলেন, ‘তুমি তো মোটা, তোমার ডায়েট করা দরকার।’ সেই মন্তব্যের ভিডিও চ্যানেল ৪ সম্প্রচারও করেছে।
সাংবাদিক ক্যাথি নিউম্যান (৪৯) বলেন, ২০১৩ সালে তিব্বতি ধর্মগুরু দালাই লামা চ্যানেল ৪ নিউজকে সাক্ষাৎকার দেওয়ার পরে ক্যামেরাম্যানের উদ্দেশে এই মন্তব্য করেছিলেন।
ক্যাথি নিউম্যান ওয়াকিং দ্য ডগ পডকাস্টকে বলেন, ‘আমি দালাই লামার সঙ্গে দেখা করেছি... কিন্তু সাক্ষাৎকারের শেষে এটি খুব মজার ছিল কারণ আমার কাছে গ্রাহাম নামে এক ক্যামেরাম্যান ছিলেন। দুঃখজনকভাবে ওই ঘটনার কয়েক বছর পর তিনি মারা যান। তিনি একটু নাদুসনুদুস ছিলেন।’
নিউম্যান আরও বলেন, ‘সাক্ষাৎকার শেষে দালাই লামা গ্রাহামের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, তুমি মোটা, তোমাকে ডায়েট করতে হবে।’
‘দালাই লামার এমন অভদ্রতায় বিস্ময়ে গ্রাহামের মুখ হা হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম মজা করছেন—তাই তিনি শেষ মুহূর্তে আমাদের ডায়েট টিপস দিচ্ছে!’ যোগ করেন নিউম্যান।
২০০৬ সাল থেকে চ্যানেল ৪ নিউজে কাজ করছেন নিউম্যান। এক দশকের বেশি আগের সাক্ষাৎকারটি স্মরণ করে নিউম্যান বলেন, তিনি মনে করেন না যে, তিনি নিজে বিশেষভাবে ভালো ও নিষ্ঠাবান বৌদ্ধ হতে পারবেন। কেবল ধ্যানের (মেডিটেশন) মধ্যে জীবন কাটিয়ে দিতে পারবেন।
নিউম্যান বলেন, ‘আমি মনে করি, আমি একজন অকর্মা বৌদ্ধ হব: আমি কিছুতেই ধ্যান করতে পারি না। এটা সময়ের অপচয়!’
ওই সাক্ষাৎকারে দালাই লামা মিয়ানমারে মুসলমান রোহিঙ্গা নৃগোষ্ঠীর ওপর বৌদ্ধদের সহিংসতার নিন্দা করেছিলেন। তিনি এও বলেছিলেন যে, তাঁর উত্তরসূরি একজন নারী হলে তিনি খুশি হবেন।
স্বেচ্ছা নির্বাসনে থাকা তিব্বতি বৌদ্ধধর্মীয় নেতা দালাই লামা এক সাংবাদিকের উদ্দেশে বিরূপ মন্তব্য করে আলোচনায় এসেছেন।
ব্রিটেনের সম্প্রচার মাধ্যম চ্যানেল ৪–এর ক্যামেরাম্যানকে উদ্দেশ করে দালাই লামা বলেছিলেন, ‘তুমি তো মোটা, তোমার ডায়েট করা দরকার।’ সেই মন্তব্যের ভিডিও চ্যানেল ৪ সম্প্রচারও করেছে।
সাংবাদিক ক্যাথি নিউম্যান (৪৯) বলেন, ২০১৩ সালে তিব্বতি ধর্মগুরু দালাই লামা চ্যানেল ৪ নিউজকে সাক্ষাৎকার দেওয়ার পরে ক্যামেরাম্যানের উদ্দেশে এই মন্তব্য করেছিলেন।
ক্যাথি নিউম্যান ওয়াকিং দ্য ডগ পডকাস্টকে বলেন, ‘আমি দালাই লামার সঙ্গে দেখা করেছি... কিন্তু সাক্ষাৎকারের শেষে এটি খুব মজার ছিল কারণ আমার কাছে গ্রাহাম নামে এক ক্যামেরাম্যান ছিলেন। দুঃখজনকভাবে ওই ঘটনার কয়েক বছর পর তিনি মারা যান। তিনি একটু নাদুসনুদুস ছিলেন।’
নিউম্যান আরও বলেন, ‘সাক্ষাৎকার শেষে দালাই লামা গ্রাহামের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, তুমি মোটা, তোমাকে ডায়েট করতে হবে।’
‘দালাই লামার এমন অভদ্রতায় বিস্ময়ে গ্রাহামের মুখ হা হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম মজা করছেন—তাই তিনি শেষ মুহূর্তে আমাদের ডায়েট টিপস দিচ্ছে!’ যোগ করেন নিউম্যান।
২০০৬ সাল থেকে চ্যানেল ৪ নিউজে কাজ করছেন নিউম্যান। এক দশকের বেশি আগের সাক্ষাৎকারটি স্মরণ করে নিউম্যান বলেন, তিনি মনে করেন না যে, তিনি নিজে বিশেষভাবে ভালো ও নিষ্ঠাবান বৌদ্ধ হতে পারবেন। কেবল ধ্যানের (মেডিটেশন) মধ্যে জীবন কাটিয়ে দিতে পারবেন।
নিউম্যান বলেন, ‘আমি মনে করি, আমি একজন অকর্মা বৌদ্ধ হব: আমি কিছুতেই ধ্যান করতে পারি না। এটা সময়ের অপচয়!’
ওই সাক্ষাৎকারে দালাই লামা মিয়ানমারে মুসলমান রোহিঙ্গা নৃগোষ্ঠীর ওপর বৌদ্ধদের সহিংসতার নিন্দা করেছিলেন। তিনি এও বলেছিলেন যে, তাঁর উত্তরসূরি একজন নারী হলে তিনি খুশি হবেন।
‘আমার বাবা ডায়বেটিস ও উচ্চ রক্তচাপের রোগী। পর্যাপ্ত খাবারের অভাবে প্রায়শই তিনি অজ্ঞান হয়ে পড়েন। একবার তো পড়ে গিয়ে হাত ভেঙেছেন। দুধ-ডিমের মতো পুষ্টিকর খাবার ছাড়া তার সুস্থ হয়ে ওঠার কোনো উপায় নেই। কিন্তু পুষ্টিকর খাবার তো দূর কোনোমতে পেট ভরার মতো খাবারও নেই। বেশির ভাগ দিনই আমরা না খেয়ে থাকছি। মাঝে মাঝ
২৫ মিনিট আগেসৌভাগ্য কাকে বলে, তারই যেন প্রমাণ পেলেন বাংলাদেশি তরুণ মোহাম্মদ খোরশেদ আলম। সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি বিগ টিকিটে প্রথমবার অংশ নিয়েই জিতে নিয়েছেন ৫০ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকারও বেশি। আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেমিশিগানের ট্র্যাভার্স সিটিতে একটি ওয়ালমার্ট স্টোরে ছুরিকাঘাতে অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল শনিবার বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই বিবদমান প্রতিবেশী কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা অবিলম্বে দেখা করে আলোচনার মাধ্যমে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে একমত হয়েছেন। ৩ দিন ধরে চলা সীমান্ত সংঘাতের পর শান্তি স্থাপনে মধ্যস্থতা করার চেষ্টার অংশ হি
৩ ঘণ্টা আগে