Ajker Patrika

১৮৬ কোটি টাকায় বিক্রি হলো টিপু সুলতানের তলোয়ার

১৮৬ কোটি টাকায় বিক্রি হলো টিপু সুলতানের তলোয়ার

অষ্টাদশ শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অপ্রতিরোধ্য প্রতিরোধ গড়ে তুলেছিলেন টিপু সুলতান। ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত মহীশুর রাজ্যের শাসনকর্তা ছিলেন তিনি।

টিপু সুলতানের জীবনী নির্ভর ‘দ্য সোর্ড অব টিপু সুলতান’ বা টিপু সুলতানের তলোয়ার নামে একটি ভারতীয় সিরিয়াল এক সময় বাংলাদেশেও বিপুল জনপ্রিয় ছিল। ব্রিটিশ বিরোধী লড়াইয়ে একসময় প্রতীকী হয়ে ওঠেছিল এই তলোয়ার।

টিপু সুলতানের সেই বিখ্যাত তলোয়ার এবার নিলামে বিক্রি হলো যুক্তরাজ্যের লন্ডনে। বাংলাদেশি মুদ্রায় ১৮৬ কোটিরও বেশি দামে বিক্রি হয়েছে তলোয়ারটি।

গত মঙ্গলবার বোনহ্যামস নামে লন্ডনের নিলামঘর ওই নিলামের আয়োজন করেছিল। সংস্থাটি জানিয়েছে, প্রত্যাশার চেয়েও সাত গুণ বেশি দামে বিক্রি হয়েছে তলোয়ারটি। মৃত্যুর আগ পর্যন্ত এই তলোয়ারটি টিপুর সঙ্গী ছিল।

অষ্টাদশ শতকের শেষদিকে টিপু সুলতানের বীরত্বের মহিমা ছড়িয়ে পড়েছিল। ১৭৭৫ থেকে ১৭৭৯ সালে মধ্যে মারাঠাদের বিরুদ্ধেও বেশ কয়েকটি যুদ্ধ পরিচালনা করেন তিনি। নিজের রাজ্যকে বাইরের শক্তি থেকে শক্ত হাতে নিরাপদ রাখার জন্য মহীশুরের বাঘ উপাধি পেয়েছিলেন।

বোনহ্যামস নিলাম হাউসের ইসলামিক এবং ভারতীয় শিল্প নিলামের প্রধান অলিভার হোয়াইট বলেন, ‘বিশেষ এই তলোয়ারটি টিপু সুলতানের সঙ্গে সম্পৃক্ত সকল অস্ত্রের মধ্যে সেরা।

তলোয়ারটি টিপু সুলতানের প্রাসাদের একটি কুঠুরি থেকে সংগ্রহ করা হয়েছিল বলে জানান অলিভার।

টিপু সুলতানের মৃত্যুর পর তার তলোয়ারটি ব্রিটিশ মেজর জেনারেলকে উপহার হিসেবে প্রদান করা হয়েছিল। তবে তলোয়ারটি কে বা কারা কিনে নিয়েছে তা গোপন রেখেছে নিলাম সংস্থাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত