অষ্টাদশ শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অপ্রতিরোধ্য প্রতিরোধ গড়ে তুলেছিলেন টিপু সুলতান। ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত মহীশুর রাজ্যের শাসনকর্তা ছিলেন তিনি।
টিপু সুলতানের জীবনী নির্ভর ‘দ্য সোর্ড অব টিপু সুলতান’ বা টিপু সুলতানের তলোয়ার নামে একটি ভারতীয় সিরিয়াল এক সময় বাংলাদেশেও বিপুল জনপ্রিয় ছিল। ব্রিটিশ বিরোধী লড়াইয়ে একসময় প্রতীকী হয়ে ওঠেছিল এই তলোয়ার।
টিপু সুলতানের সেই বিখ্যাত তলোয়ার এবার নিলামে বিক্রি হলো যুক্তরাজ্যের লন্ডনে। বাংলাদেশি মুদ্রায় ১৮৬ কোটিরও বেশি দামে বিক্রি হয়েছে তলোয়ারটি।
গত মঙ্গলবার বোনহ্যামস নামে লন্ডনের নিলামঘর ওই নিলামের আয়োজন করেছিল। সংস্থাটি জানিয়েছে, প্রত্যাশার চেয়েও সাত গুণ বেশি দামে বিক্রি হয়েছে তলোয়ারটি। মৃত্যুর আগ পর্যন্ত এই তলোয়ারটি টিপুর সঙ্গী ছিল।
অষ্টাদশ শতকের শেষদিকে টিপু সুলতানের বীরত্বের মহিমা ছড়িয়ে পড়েছিল। ১৭৭৫ থেকে ১৭৭৯ সালে মধ্যে মারাঠাদের বিরুদ্ধেও বেশ কয়েকটি যুদ্ধ পরিচালনা করেন তিনি। নিজের রাজ্যকে বাইরের শক্তি থেকে শক্ত হাতে নিরাপদ রাখার জন্য মহীশুরের বাঘ উপাধি পেয়েছিলেন।
বোনহ্যামস নিলাম হাউসের ইসলামিক এবং ভারতীয় শিল্প নিলামের প্রধান অলিভার হোয়াইট বলেন, ‘বিশেষ এই তলোয়ারটি টিপু সুলতানের সঙ্গে সম্পৃক্ত সকল অস্ত্রের মধ্যে সেরা।
তলোয়ারটি টিপু সুলতানের প্রাসাদের একটি কুঠুরি থেকে সংগ্রহ করা হয়েছিল বলে জানান অলিভার।
টিপু সুলতানের মৃত্যুর পর তার তলোয়ারটি ব্রিটিশ মেজর জেনারেলকে উপহার হিসেবে প্রদান করা হয়েছিল। তবে তলোয়ারটি কে বা কারা কিনে নিয়েছে তা গোপন রেখেছে নিলাম সংস্থাটি।
অষ্টাদশ শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অপ্রতিরোধ্য প্রতিরোধ গড়ে তুলেছিলেন টিপু সুলতান। ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত মহীশুর রাজ্যের শাসনকর্তা ছিলেন তিনি।
টিপু সুলতানের জীবনী নির্ভর ‘দ্য সোর্ড অব টিপু সুলতান’ বা টিপু সুলতানের তলোয়ার নামে একটি ভারতীয় সিরিয়াল এক সময় বাংলাদেশেও বিপুল জনপ্রিয় ছিল। ব্রিটিশ বিরোধী লড়াইয়ে একসময় প্রতীকী হয়ে ওঠেছিল এই তলোয়ার।
টিপু সুলতানের সেই বিখ্যাত তলোয়ার এবার নিলামে বিক্রি হলো যুক্তরাজ্যের লন্ডনে। বাংলাদেশি মুদ্রায় ১৮৬ কোটিরও বেশি দামে বিক্রি হয়েছে তলোয়ারটি।
গত মঙ্গলবার বোনহ্যামস নামে লন্ডনের নিলামঘর ওই নিলামের আয়োজন করেছিল। সংস্থাটি জানিয়েছে, প্রত্যাশার চেয়েও সাত গুণ বেশি দামে বিক্রি হয়েছে তলোয়ারটি। মৃত্যুর আগ পর্যন্ত এই তলোয়ারটি টিপুর সঙ্গী ছিল।
অষ্টাদশ শতকের শেষদিকে টিপু সুলতানের বীরত্বের মহিমা ছড়িয়ে পড়েছিল। ১৭৭৫ থেকে ১৭৭৯ সালে মধ্যে মারাঠাদের বিরুদ্ধেও বেশ কয়েকটি যুদ্ধ পরিচালনা করেন তিনি। নিজের রাজ্যকে বাইরের শক্তি থেকে শক্ত হাতে নিরাপদ রাখার জন্য মহীশুরের বাঘ উপাধি পেয়েছিলেন।
বোনহ্যামস নিলাম হাউসের ইসলামিক এবং ভারতীয় শিল্প নিলামের প্রধান অলিভার হোয়াইট বলেন, ‘বিশেষ এই তলোয়ারটি টিপু সুলতানের সঙ্গে সম্পৃক্ত সকল অস্ত্রের মধ্যে সেরা।
তলোয়ারটি টিপু সুলতানের প্রাসাদের একটি কুঠুরি থেকে সংগ্রহ করা হয়েছিল বলে জানান অলিভার।
টিপু সুলতানের মৃত্যুর পর তার তলোয়ারটি ব্রিটিশ মেজর জেনারেলকে উপহার হিসেবে প্রদান করা হয়েছিল। তবে তলোয়ারটি কে বা কারা কিনে নিয়েছে তা গোপন রেখেছে নিলাম সংস্থাটি।
রোববার (১০ আগস্ট) যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, এই প্রতীকের উৎস জনপ্রিয় জাপানি অ্যানিমে ওয়ান পিস ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। এর কাহিনি হলো—একদল জলদস্যু একত্র হয়ে কর্তৃত্ববাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে। বর্তমানে ইন্দোনেশিয়ার অনেক তরুণ ও বিক্ষোভকারীর কাছে সরকারের
২ ঘণ্টা আগেট্রাম্প গত শুক্রবার এই বৈঠকের ঘোষণা দেন। সেদিনই ছিল রাশিয়াকে যুদ্ধবিরতির জন্য তাঁর দেওয়া সময়সীমার শেষ দিন। এর আগে তিনি হুমকি দিয়েছিলেন, যদি ৮ আগস্টের মধ্যে রাশিয়া যুদ্ধ থামাতে রাজি না হয়, তবে কঠোর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে সময়সীমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্প জানান, তিনি সরাসরি পুতিনের
৩ ঘণ্টা আগেঅস্কার, বাফটা, এমনকি ‘ডেম’ খেতাব—অভিনয়ের উজ্জ্বল ক্যারিয়ারে এমন বহু সম্মাননা পেয়েছেন ব্রিটিশ অভিনেত্রী এমা থম্পসন। তবে একটি প্রস্তাবও পেয়েছিলেন, যা তিনি ভদ্রভাবে ফিরিয়ে দিয়েছিলেন। বিখ্যাত এই অভিনেত্রীকে ডেটে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প!
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে এক বাড়িতে আছড়ে পড়া একটি উল্কাপিণ্ড পৃথিবীর চেয়ে পুরোনো বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। নাসা জানিয়েছে, গত ২৬ জুন দিনের আলোয় জর্জিয়া অঙ্গরাজ্যের আকাশ পেরিয়ে একটি উজ্জ্বল আগুনের গোলা বিস্ফোরিত হয়েছে।
৬ ঘণ্টা আগে