Ajker Patrika

দ্বিতীয়বারের মতো লন্ডনের মেয়র হলেন সাদিক খান

দ্বিতীয়বারের মতো লন্ডনের মেয়র হলেন সাদিক খান

ঢাকা: দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভুত রাজনীতিবিদ সাদিক খান। গতকাল শনিবার তিনি পুননির্বাচিত হন। তিনি লন্ডনের প্রথম মুসলিম মেয়র।

২০১৬ সালে প্রথমবার তিনি মেয়র হিসেবে নির্বাচিত হন। এবারের নির্বাচনে জয় লাভ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জের ছিল। কারণ তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন সাউথ বেইলি। যিনি দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিব পার্টির নেতা।

মার্কিন সংবাদ মাধ্যম রয়টার্সের তথ্যমতে, ৫২ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাদিক খান। তিনি ভোট পেয়েছেন মোট ১২ লাখ ৬ হাজার ৩৪। সাউথ বেইলি পেয়ছেন ৯ লাখ ৭৭ হাজার ৬০১ ভোট। তৃতীয় অবস্থানে থাকা গ্রিন পার্টির প্রার্থী সায়ান বেরির প্রাপ্ত ভোট এক লাখ ৯৭ হাজার ৯৭৬।

পুনির্বাচিত হওয়ায় তিনি টুইট করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, পৃথিবীর বৃহত্তর শহরের নেতৃত্ব দেওয়ার জন্য আমার ওপর যে আস্থা রেখেছেন তাতে আমি সম্মানিত।

উল্লেখ্য, লন্ডনের মেয়র সাদিক খান এর আগে টটিং থেকে নির্বাচিত সাবেক এমপি ছিলেন এবং তিনি একজন মানবাধিকার বিষয়ক আইনজীবী। তিনি আরও তিন বছর নেতৃত্ব দেবেন।

এ ছাড়া ৫০ বছর বয়সী সাদিক খান ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের অধীনে একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ব্রিটেনের মন্ত্রিপরিষদে প্রথম মুসলিম হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

সূত্র- রয়টার্স ও দ্যা গার্ডিয়ান

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত