Ajker Patrika

সানা মারিন হেরে গেলেন, ফিনল্যান্ডেও ক্ষমতায় ডানপন্থীরা 

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১২: ২৮
সানা মারিন হেরে গেলেন, ফিনল্যান্ডেও ক্ষমতায় ডানপন্থীরা 

মাত্র ৩৪ বছরে বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হয়ে সাড়া ফেলেছিলেন সানা মারিন। তবে দ্বিতীয় মেয়াদে ফিনল্যান্ডের ক্ষমতায় ফেরা হলো না তাঁর। এবারের পার্লামেন্ট নির্বাচনে সানার দল জিততে পারেনি। সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডানপন্থী জোট। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, রোববার (২ এপ্রিল) ফিনল্যান্ডে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার পাওয়া ভোটের ফলাফলে দেখা যায়, প্রধানমন্ত্রী সানার দল তৃতীয় স্থানে রয়েছে। সবচেয়ে বেশি ভোট পেয়েছে পেটেরি অরপোর ডানপন্থী দল ন্যাশনাল কোয়ালিশন পার্টি (এনসিপি)। এনসিপি পেয়েছে ২০ দশমিক ৮ শতাংশ ভোট। পপুলিস্ট বা জনতুষ্টিবাদী ফিন্স পার্টি ভোট পেয়েছে ২০ দশমিক ১ শতাংশ। আর সানা মারিনের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি) পেয়েছে ১৯ দশমিক ৯ শতাংশ ভোট। 

তবে কোনো দলই সরকার গঠনে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পারেনি। ফলে জোট সরকার গঠনের পথে হাঁটতে হবে দলগুলোকে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, ডানপন্থী বেশ কয়েকটি ছোট দলকে সঙ্গে নিয়ে সরকার গঠন করতে পারে এনসিপি। যদিও তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি। 

গত বছর একটি পার্টিতে অংশ নিয়ে নাচগান ও মদ্যপান করার ভিডিও ফাঁস হওয়ার পর বিরোধীদের রোষানলে পড়েছিলেন প্রধানমন্ত্রী সানা। এমনকি মাদক পরীক্ষাও করাতে হয়েছিল তাঁকে। তবে এসবের পরও সম্প্রতি একটি জরিপে সানা মারিন ফিনল্যান্ডে শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন। 

করোনা মহামারির সময় দক্ষ হাতে পরিস্থিতি সামলেছেন সানা। তাঁর সরকারের কূটনৈতিক অবদানও প্রশংসনীয়। সদ্যই পশ্চিমা সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন-ন্যাটোতে যোগদানের অনুমোদন পেয়েছে ফিনল্যান্ড। এমন নানা পদক্ষেপের কারণে দেশ ও দেশের বাইরে সানার জনপ্রিয়তা রয়েছে। আর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা ছিল সানার দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির। কিন্তু পার্লামেন্ট নির্বাচনের ফলাফল ভিন্ন বার্তা দিল। 

উল্লেখ্য, ইউরোপজুড়ে ডানপন্থীরা ক্রমে জনপ্রিয়তা পাচ্ছে। অনেক দেশেই ক্ষমতায় বসছে রক্ষণশীল দলগুলো। ফিনল্যান্ডের প্রতিবেশী সুইডেনেও জাতীয়তাবাদীদের সংখ্যা বেড়ে চলেছে। গত বছর ইতালিতে জয়ী হয়েছে উগ্র ডানপন্থীরা। এবার ফিনল্যান্ডে প্রধানমন্ত্রী হতে পারেন ডানপন্থী দল এনসিপির পেটেরি অরপো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত