Ajker Patrika

বের্লুসকোনির জন্মদিনে ‘ভদকা ও মিষ্টি চিঠি’ উপহার পুতিনের

বের্লুসকোনির জন্মদিনে ‘ভদকা ও মিষ্টি চিঠি’ উপহার পুতিনের

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বের্লুসকোনির জন্মদিনে তাঁর দীর্ঘদিনের বন্ধু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভদকা ও একটি ‘মিষ্টি চিঠি’ পাঠিয়েছিলেন। সম্প্রতি প্রকাশ হওয়া এক অডিও টেপ থেকে এমনটাই জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রকাশ হওয়া ওই অডিও টেপে ইতালির সাবেক প্রধানমন্ত্রীকে বলতে শোনা গেছে, তিনি সম্প্রতি তাঁর দীর্ঘ দিনের বন্ধু পুতিনের সঙ্গে আবারও সম্পর্ক পুনঃস্থাপন করেছেন এবং পুতিন তাঁর জন্মদিনে ভদকা এবং চিঠি পাঠিয়েছেন। তিনিও পুতিনকে ওয়াইন পাঠিয়েছেন।

গত মাসেই ৮৬ বছরে পদার্পণ করেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বের্লুসকোনি। জন্মদিনের পরপরই তাঁর দল ফোর্জা ইতালিয়া দেশটির ডানপন্থী নেত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বে জোট সরকার গঠন করে। ওই অডিও টেপে ইতালিতে মিডিয়া মোগল বলে খ্যাত বের্লুসকোনি জানান, তিনি পুতিনকে তাঁর পাঁচ প্রকৃত বন্ধুর একজন বলে মনে করেন।

সিলভিও বের্লুসকোনি বলেন, ‘আমি রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে আবারও অনেক বেশি যোগাযোগ শুরু করেছি।’ তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট তাঁকে তাঁর জন্মদিনের জন্য ‘২০ বোতল ভদকা এবং একটি মিষ্টি চিঠি’ উপহার পাঠিয়েছিলেন। এর আগে বের্লুসকোনি বলেছিলেন, তিনি পুতিনকে তাঁর ছোট ভাইয়ের মতোই বিবেচনা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত