Ajker Patrika

আবারও রুশ হামলার লক্ষ্যবস্তু ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১১: ৫৮
আবারও রুশ হামলার লক্ষ্যবস্তু ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়ার বিরুদ্ধে বারবার ওই স্থাপনায় হামলা চালানোর অভিযোগ করেছে।

উদ্ভূত পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার যেসব সেনা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গুলি চালাবে, তাঁদের উপযুক্ত জবাব দেবে ইউক্রেনের সেনারা।

স্থানীয় সময় শনিবার (১৩ আগস্ট) রাতের ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো সৈন্য বিদ্যুৎকেন্দ্রে গুলি চালালে ইউক্রেনের জন্য ‘বিশেষ লক্ষ্যবস্তু’ হয়ে উঠবেন তাঁরা। একই সঙ্গে তিনি মস্কোর বিরুদ্ধে বিদ্যুৎকেন্দ্রটিকে একটি সামরিক ঘাঁটিতে পরিণত করার এবং এটিকে ‘পারমাণবিক ব্ল্যাকমেল’ হিসাবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। 

গত মার্চে তুমুল লড়াইয়ের পর জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি অবরুদ্ধ করে ফেলে রাশিয়ার সেনারা।গত মার্চে তুমুল লড়াইয়ের পর জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি অবরুদ্ধ করে ফেলে রাশিয়ার সেনারা। ইউরোপের বৃহত্তম এই বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে দফায় দফায় চেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী। গত বৃহস্পতিবারও সেখানে হামলার খবর পাওয়া যায়। ইউক্রেন ও রাশিয়া আবারও এই হামলার জন্য একে অপরকে দায়ী করে। 
 
ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী সংস্থা এনেরগোঅ্যাটম জানিয়েছিল, নাইট্রোজেন-অক্সিজেন স্টেশন, অভ্যন্তরীণ সুয়ারেজ পাম্প করার স্টেশন এবং সম্মিলিত সহায়ক ভবনগুলো গোলাবর্ষণে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান বলেন, লড়াই বন্ধ না হলে এবং পরিদর্শকদের স্থাপনাটির ভেতরে প্রবেশ করতে দেওয়া না হলে, সেখানে ‘পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি রয়েছে’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত