রাশিয়ায় নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোট শুরু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, রাশিয়ার সঙ্গে যুক্ত হতে এই কথিত জরুরি গণভোটের আয়োজন।
এর আগে রাশিয়া-সমর্থিত কর্মকর্তারা শুক্রবার থেকে মঙ্গলবার (২৩ থেকে ২৭ সেপ্টেম্বর) লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলে গণভোটের ঘোষণা করে। এই চার অঞ্চল ইউক্রেনের ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ, যা ইউরোপের দেশ হাঙ্গেরির সমান এলাকা।
এই গণভোট নিয়ে কয়েক মাস ধরে আলোচনা করছে রুশপন্থী ইউক্রেনীয় কর্মকর্তারা। সম্প্রতি রাশিয়ার আগ্রাসন কিছুটা ধীরগতির হয় এবং পাল্টা আক্রমণের মাধ্যমে রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকা কিছু অংশ পুনরুদ্ধার করে ইউক্রেন। এর পরই রাশিয়া সমর্থিত কর্মকর্তারা রাশিয়ায় যোগদানের বিষয়ে গণভোট আয়োজনের ঘোষণা দেন।
গণভোটের পক্ষে রাশিয়ার যুক্তি, এটি এই অঞ্চলের মানুষের জন্য মতামত প্রকাশের একটি বড় সুযোগ। শুক্রবার থেকে শুরু হওয়া ভোটে রাশিয়ার পক্ষে ফলাফল অনিবার্য বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ইউক্রেন জানিয়েছে, রাশিয়া এই গণভোটের ফলকে জনগণের মতামত হিসেবে উপস্থাপন করতে চাইছে। পরবর্তীতে এটাকে অজুহাত হিসেবে দেখিয়ে এই অঞ্চলগুলোকে নিজেদের ভূখণ্ডের অংশ করে নেবে। ২০১৪ সালে একইভাবে ক্রিমিয়াকে নিজেদের অধিভুক্ত করে রাশিয়া।
এই গণভোটের পরিকল্পনার সমালোচনা করে যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্স বলছে, তারা এ ধরনের ‘ভুয়া’ ব্যালটের ফলাফলকে কখনোই স্বীকৃতি দেবে না। রাশিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলছে পশ্চিমারা। পশ্চিমা সামরিক জোট ন্যাটো বলেছে, গণভোটের এই পরিকল্পনা যুদ্ধের তীব্রতা বাড়াবে।
রাশিয়ায় নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোট শুরু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, রাশিয়ার সঙ্গে যুক্ত হতে এই কথিত জরুরি গণভোটের আয়োজন।
এর আগে রাশিয়া-সমর্থিত কর্মকর্তারা শুক্রবার থেকে মঙ্গলবার (২৩ থেকে ২৭ সেপ্টেম্বর) লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলে গণভোটের ঘোষণা করে। এই চার অঞ্চল ইউক্রেনের ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ, যা ইউরোপের দেশ হাঙ্গেরির সমান এলাকা।
এই গণভোট নিয়ে কয়েক মাস ধরে আলোচনা করছে রুশপন্থী ইউক্রেনীয় কর্মকর্তারা। সম্প্রতি রাশিয়ার আগ্রাসন কিছুটা ধীরগতির হয় এবং পাল্টা আক্রমণের মাধ্যমে রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকা কিছু অংশ পুনরুদ্ধার করে ইউক্রেন। এর পরই রাশিয়া সমর্থিত কর্মকর্তারা রাশিয়ায় যোগদানের বিষয়ে গণভোট আয়োজনের ঘোষণা দেন।
গণভোটের পক্ষে রাশিয়ার যুক্তি, এটি এই অঞ্চলের মানুষের জন্য মতামত প্রকাশের একটি বড় সুযোগ। শুক্রবার থেকে শুরু হওয়া ভোটে রাশিয়ার পক্ষে ফলাফল অনিবার্য বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ইউক্রেন জানিয়েছে, রাশিয়া এই গণভোটের ফলকে জনগণের মতামত হিসেবে উপস্থাপন করতে চাইছে। পরবর্তীতে এটাকে অজুহাত হিসেবে দেখিয়ে এই অঞ্চলগুলোকে নিজেদের ভূখণ্ডের অংশ করে নেবে। ২০১৪ সালে একইভাবে ক্রিমিয়াকে নিজেদের অধিভুক্ত করে রাশিয়া।
এই গণভোটের পরিকল্পনার সমালোচনা করে যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্স বলছে, তারা এ ধরনের ‘ভুয়া’ ব্যালটের ফলাফলকে কখনোই স্বীকৃতি দেবে না। রাশিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলছে পশ্চিমারা। পশ্চিমা সামরিক জোট ন্যাটো বলেছে, গণভোটের এই পরিকল্পনা যুদ্ধের তীব্রতা বাড়াবে।
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির প্রেসিডেন্ট হচ্ছেন—খবরটি সত্য নাকি গুজব এ বিষয়ে কথা বলেছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সম্প্রতি দা ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ধরনের আলোচনাকে ‘নিরর্থক’ ও ‘গুজব’ বলে মন্তব্য করেছেন।
১ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারা বন্দিত্বের দুই বছর পূর্ণ হয়েছে গত ৫ আগস্ট। এই উপলক্ষে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) একদিকে যেমন দেশে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলেও দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।
১ ঘণ্টা আগেরাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় রুশ তেল কেনা চালিয়ে যাবে।
২ ঘণ্টা আগেক্লাউডবার্স্ট হলো ৩০ বর্গকিলোমিটার বা তার কম একটি এলাকায় প্রতি ঘণ্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত। এই ঘটনা ঘটার পেছনে একটি জটিল প্রক্রিয়া রয়েছে। মেলবোর্ন ইউনিভার্সিটির আবহাওয়াবিদ রুচিত কুলকার্নি জানান, এটি সাধারণত বর্ষার সময় পাহাড়ি অঞ্চলে ঘটে থাকে। হিমালয়ের পাদদেশে আরব সাগর থেকে
২ ঘণ্টা আগে