Ajker Patrika

পশ্চিমা বিনিয়োগের প্রসঙ্গ তুলে সি চিন পিংকে বাইডেনের হুঁশিয়ারি   

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১৩: ৪৬
পশ্চিমা বিনিয়োগের প্রসঙ্গ তুলে সি চিন পিংকে বাইডেনের হুঁশিয়ারি   

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিষয়টিকে ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিকে সাবধানে থাকতে বলেছেন। কারণ বেইজিংয়ের অর্থনীতি পশ্চিমা বিনিয়োগের ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে বাইডেন এ হুঁশিয়ারি দিয়েছেন। 

সিএনএনকে দেওয়া ওই সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘এটি হুমকি নয়, এটি একটি পর্যবেক্ষণ। রাশিয়া ইউক্রেনে হামলার পর ৬০০ আমেরিকান করপোরেশন রাশিয়া থেকে বিনিয়োগ প্রত্যাহার করেছে। আর আপনি নিজেই আমাকে বলেছেন বেইজিংয়ের অর্থনীতি ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ওপর নির্ভরশীল। তাই সতর্ক থাকুন, সতর্ক থাকুন।’ 

পুতিন এবং সি মার্চে দুই দিনের ওই বৈঠকে চীন-রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস তুলে ধরে পশ্চিমাদের কড়া সমালোচনা করেছিল। তবে ইউক্রেনের বিষয়ে কূটনৈতিক কোনো আলাপে যাননি তাঁরা। এই সপ্তাহের শুরুতে এ দুই বিশ্বমোড়ল একটি ভার্চুয়াল সামিটেও অংশ নিয়েছিলেন। 

তাইওয়ান ইস্যু, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, উন্নত প্রযুক্তির ওপর ক্রমবর্ধমান মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞা এবং চীনের রাষ্ট্রীয় নেতৃত্বাধীন শিল্পনীতিসহ জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়ে মার্কিন-চীন সম্পর্কের টানাপোড়ন চলছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি চীন বলেছে, আমেরিকা-চীনের কূটনৈতিক সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে তলানিতে রয়েছে।  

সির প্রতিক্রিয়া জানতে চাইলে বাইডেন বলেন, সি শুনেছেন, তর্ক করেননি। আপনি যদি লক্ষ করেন, তিনি পুরোপুরি রাশিয়ার পক্ষপাতী ছিলেন না। সুতরাং, আমি মনে করি আমাদের একসঙ্গে কাজ করার পথ খোলা আছে।’ 

এদিকে চীনের সম্পর্ক এগিয়ে নিতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন আজ শনিবারও সফরে যাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত