অনলাইন ডেস্ক
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিষয়টিকে ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিকে সাবধানে থাকতে বলেছেন। কারণ বেইজিংয়ের অর্থনীতি পশ্চিমা বিনিয়োগের ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে বাইডেন এ হুঁশিয়ারি দিয়েছেন।
সিএনএনকে দেওয়া ওই সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘এটি হুমকি নয়, এটি একটি পর্যবেক্ষণ। রাশিয়া ইউক্রেনে হামলার পর ৬০০ আমেরিকান করপোরেশন রাশিয়া থেকে বিনিয়োগ প্রত্যাহার করেছে। আর আপনি নিজেই আমাকে বলেছেন বেইজিংয়ের অর্থনীতি ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ওপর নির্ভরশীল। তাই সতর্ক থাকুন, সতর্ক থাকুন।’
পুতিন এবং সি মার্চে দুই দিনের ওই বৈঠকে চীন-রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস তুলে ধরে পশ্চিমাদের কড়া সমালোচনা করেছিল। তবে ইউক্রেনের বিষয়ে কূটনৈতিক কোনো আলাপে যাননি তাঁরা। এই সপ্তাহের শুরুতে এ দুই বিশ্বমোড়ল একটি ভার্চুয়াল সামিটেও অংশ নিয়েছিলেন।
তাইওয়ান ইস্যু, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, উন্নত প্রযুক্তির ওপর ক্রমবর্ধমান মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞা এবং চীনের রাষ্ট্রীয় নেতৃত্বাধীন শিল্পনীতিসহ জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়ে মার্কিন-চীন সম্পর্কের টানাপোড়ন চলছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি চীন বলেছে, আমেরিকা-চীনের কূটনৈতিক সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে তলানিতে রয়েছে।
সির প্রতিক্রিয়া জানতে চাইলে বাইডেন বলেন, সি শুনেছেন, তর্ক করেননি। আপনি যদি লক্ষ করেন, তিনি পুরোপুরি রাশিয়ার পক্ষপাতী ছিলেন না। সুতরাং, আমি মনে করি আমাদের একসঙ্গে কাজ করার পথ খোলা আছে।’
এদিকে চীনের সম্পর্ক এগিয়ে নিতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন আজ শনিবারও সফরে যাচ্ছেন।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিষয়টিকে ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিকে সাবধানে থাকতে বলেছেন। কারণ বেইজিংয়ের অর্থনীতি পশ্চিমা বিনিয়োগের ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে বাইডেন এ হুঁশিয়ারি দিয়েছেন।
সিএনএনকে দেওয়া ওই সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘এটি হুমকি নয়, এটি একটি পর্যবেক্ষণ। রাশিয়া ইউক্রেনে হামলার পর ৬০০ আমেরিকান করপোরেশন রাশিয়া থেকে বিনিয়োগ প্রত্যাহার করেছে। আর আপনি নিজেই আমাকে বলেছেন বেইজিংয়ের অর্থনীতি ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ওপর নির্ভরশীল। তাই সতর্ক থাকুন, সতর্ক থাকুন।’
পুতিন এবং সি মার্চে দুই দিনের ওই বৈঠকে চীন-রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস তুলে ধরে পশ্চিমাদের কড়া সমালোচনা করেছিল। তবে ইউক্রেনের বিষয়ে কূটনৈতিক কোনো আলাপে যাননি তাঁরা। এই সপ্তাহের শুরুতে এ দুই বিশ্বমোড়ল একটি ভার্চুয়াল সামিটেও অংশ নিয়েছিলেন।
তাইওয়ান ইস্যু, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, উন্নত প্রযুক্তির ওপর ক্রমবর্ধমান মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞা এবং চীনের রাষ্ট্রীয় নেতৃত্বাধীন শিল্পনীতিসহ জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়ে মার্কিন-চীন সম্পর্কের টানাপোড়ন চলছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি চীন বলেছে, আমেরিকা-চীনের কূটনৈতিক সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে তলানিতে রয়েছে।
সির প্রতিক্রিয়া জানতে চাইলে বাইডেন বলেন, সি শুনেছেন, তর্ক করেননি। আপনি যদি লক্ষ করেন, তিনি পুরোপুরি রাশিয়ার পক্ষপাতী ছিলেন না। সুতরাং, আমি মনে করি আমাদের একসঙ্গে কাজ করার পথ খোলা আছে।’
এদিকে চীনের সম্পর্ক এগিয়ে নিতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন আজ শনিবারও সফরে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আপনি জুয়া খেলছেন।’ এ ছাড়াও তিনি জেলেনস্কিকে ‘কৃতজ্ঞতা’ স্বীকার না করার জন্য তিরস্কার করেছেন। ওভাল অফিসে ট্রাম্প, জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট
৮ ঘণ্টা আগেগুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হতে বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হোয়াইট হাউসে প্রবেশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। মাত্র এক সপ্তাহের মধ্যেই এটি হোয়াইট হাউসে তৃতীয় রাষ্ট্রপ্রধানের সফর। তাই আনুষ্ঠানিকতার পর্বও ছিল যথারীতি।
১০ ঘণ্টা আগেতাইওয়ানের বার্ষিক সামরিক মহড়া হান কুয়াংয়ের পরিধি বাড়ানোর খবরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উ কিয়ান বলেন, ‘এটি পরিস্থিতি, জনমত ও শক্তির তুলনায় একটি ভুল হিসাব। এমনভাবে সামনে এগোনো অত্যন্ত বিপজ্জনক। আমরা ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষকে সতর্ক করছি, ঝাঁটার সাহায্যে জোয়ারের মুখে দাঁড়ানো..
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, আজ শুক্রবার হোয়াইট হাউসে সাক্ষাৎ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। এই সাক্ষাতে একটি খনিজ সম্পদ বিষয়ক চুক্তিতে স্বাক্ষর হতে পারে। এ অবস্থায় দুই নেতার আলোচনার ফলাফল কী হয় জানতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে...
১০ ঘণ্টা আগে