Ajker Patrika

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার নতুন পটভূমি প্রস্তুত: তুরস্ক

আপডেট : ০৮ জুন ২০২২, ১৮: ২৭
যুদ্ধবিরতি নিয়ে আলোচনার নতুন পটভূমি প্রস্তুত: তুরস্ক

যুদ্ধবিরতি এবং ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার নতুন পটভূমি তৈরি হয়েছে। বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকের পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলেত কাভুসোগলু এ কথা বলেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কের রাজধানী আঙ্কারায় সের্গেই লাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মেভলেত কাভুসোগলু বলেন, তুরস্ক বিশ্বাস করে—মানবতার খাতিরে যত দ্রুত সম্ভব এই যুদ্ধ শেষ হওয়া উচিত। এবং এই যুদ্ধ আলোচনার মাধ্যমেই শেষ হতে পারে। 

কাভুসোগলু এ সময় আরও বলেন, তুরস্ক রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে আগ্রহী। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বন্ধ হওয়াটা যুদ্ধের একটি নেতিবাচক প্রভাব। এবং শিগগিরই এই অচলাবস্থা কাটিয়ে রপ্তানি চালু করা উচিত।’ 

সংবাদ সম্মেলনে কাভুসোগলু বলেন, ‘ইউক্রেন থেকে শস্য রপ্তানির জন্য একটি উন্মুক্ত করিডর কীভাবে প্রতিষ্ঠা করা যায়, সে বিষয়ে একাধিক সম্ভাবনা রয়েছে।’ তিনি আরও বলেন, এ ক্ষেত্রে জাতিসংঘের একটি পরিকল্পনা খুবই যুক্তিসংগত এবং তা বাস্তবায়ন করা যেতে পারে। তবে এসব বিষয়ে আরও আলোচনার প্রয়োজন। 

সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, ইউক্রেন থেকে শস্য রপ্তানি-সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করা সম্ভব। তবে জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইউক্রেনকে তার সমুদ্রসীমায় স্থাপন করা মাইনগুলো অপসারণ করতে হবে। তিনি বলেন, ‘যদি ইউক্রেন মাইন অপসারণ কার্যক্রম শুরু করতে প্রস্তুত থাকে, তাহলে আমরাও সমস্যা সমাধানে প্রস্তুত।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত