আজকের পত্রিকা ডেস্ক
লন্ডনের রয়্যাল অপেরা হাউসের মঞ্চে একটি নাটকের শেষ দৃশ্যে পর্দা নামার মুহূর্তে এক অভিনয়শিল্পী হঠাৎ করেই ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করেছেন। বিবিসি জানিয়েছে, শনিবার রাতে লন্ডনের সম্মানজনক ওই ভেন্যুতে যখন ঘটনাটি ঘটে, তখন এক কর্মকর্তা তা ঠেকানোর চেষ্টা করেন। কিন্তু ওই শিল্পী পতাকাটি ছাড়তে অস্বীকৃতি জানান।
বিবিসির তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে জিউসেপ্পে ভার্দির চার অঙ্কের বিখ্যাত অপেরা ‘ইল ট্রোভাতোর’-এর শেষ রাতের প্রদর্শনীতে।
রয়্যাল ব্যালে ও অপেরা কর্তৃপক্ষ মঞ্চের পর্দা নামার সময় ঘটে যাওয়া এই বিষয়টিকে ‘সম্পূর্ণ অনুপযুক্ত আচরণ’ বলে উল্লেখ করেছে। একজন মুখপাত্র বলেছেন, ‘পতাকা প্রদর্শনের ঘটনাটি শিল্পীর একান্ত নিজস্ব এবং অনুমোদনহীন উদ্যোগ। এটি রয়্যাল ব্যালে ও অপেরা কর্তৃপক্ষের অনুমোদিত নয় এবং আমাদের রাজনৈতিক নিরপেক্ষতা রক্ষার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’
ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে গাজাবাসীদের প্রতি সংহতি জানিয়ে অনেক স্থানেই ফিলিস্তিনি পতাকা ওড়াতে দেখা যায়।
রয়্যাল অপেরা হাউসের ঘটনাটির একটি ভিডিও ফুটেজে দেখা গেছে—ওই শিল্পী মঞ্চের পেছনে দাঁড়িয়ে নীরবেই বড় একটি ফিলিস্তিনি পতাকা মেলে ধরেন। একসময় তা আলতো করে নাড়ানও।
দর্শকেরা যখন করতালিতে অভিনন্দন জানাচ্ছিলেন, তখন মঞ্চের পেছন থেকে এক ব্যক্তি পতাকাটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু শিল্পী তা ঠেকিয়ে দেন এবং পুরো সময় তা ধরে রাখেন।
পাশে দাঁড়িয়ে থাকা দুই সহশিল্পীকে তাঁর দিকে ঝুঁকে পড়তে দেখা যায়। তবে সামনে থাকা অন্য শিল্পীরা মঞ্চের পেছনে কী ঘটছে, তা হয়তো বুঝতেই পারেননি।
উইংসে দাঁড়িয়ে থাকা কর্মকর্তারা চিৎকার করে কিছু বলতে থাকলেও ওই শিল্পী ছিলেন অনড়। ঘটনার সময় উপস্থিত দর্শকদের কেউ কেউ বিবিসিকে জানিয়েছেন, প্রতিবাদের সময় কিছুটা দুয়ো ধ্বনি শোনা যায়। কেউ কেউ এটিকে সমর্থনও করেছেন।
লন্ডনের বাসিন্দা ম্যাগদালিনি লিয়োসা ঘটনাটিকে ‘অত্যন্ত শক্তিশালী মুহূর্ত’ বলে বর্ণনা করেন এবং সেই শিল্পীকে ‘সাহসী’ আখ্যা দিয়েছেন।
অন্যদিকে গ্লসপের বাসিন্দা ক্রিস্টোফার মনে করেন, এই প্রতিবাদ একটি চমৎকার পরিবেশনার শেষ মুহূর্তটি নষ্ট করে দিয়েছে। তিনি বলেন, ‘আমরা যেখানে শুধু অভিনন্দনের মুহূর্ত উপভোগ করতে চেয়েছিলাম, সেখানে এটি সবকিছুর ওপর ছায়া ফেলে দেয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শক জানান, মঞ্চে পেছনের সেই ব্যক্তি পতাকাটি কেড়ে নিতে দুইবার চেষ্টা করেন এবং শুধু দ্বিতীয়বার টানা-হিঁচড়ার ঘটনাটিই ক্যামেরায় ধারণ হয়।
অভিযুক্ত শিল্পীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
লন্ডনের রয়্যাল অপেরা হাউসের মঞ্চে একটি নাটকের শেষ দৃশ্যে পর্দা নামার মুহূর্তে এক অভিনয়শিল্পী হঠাৎ করেই ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করেছেন। বিবিসি জানিয়েছে, শনিবার রাতে লন্ডনের সম্মানজনক ওই ভেন্যুতে যখন ঘটনাটি ঘটে, তখন এক কর্মকর্তা তা ঠেকানোর চেষ্টা করেন। কিন্তু ওই শিল্পী পতাকাটি ছাড়তে অস্বীকৃতি জানান।
বিবিসির তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে জিউসেপ্পে ভার্দির চার অঙ্কের বিখ্যাত অপেরা ‘ইল ট্রোভাতোর’-এর শেষ রাতের প্রদর্শনীতে।
রয়্যাল ব্যালে ও অপেরা কর্তৃপক্ষ মঞ্চের পর্দা নামার সময় ঘটে যাওয়া এই বিষয়টিকে ‘সম্পূর্ণ অনুপযুক্ত আচরণ’ বলে উল্লেখ করেছে। একজন মুখপাত্র বলেছেন, ‘পতাকা প্রদর্শনের ঘটনাটি শিল্পীর একান্ত নিজস্ব এবং অনুমোদনহীন উদ্যোগ। এটি রয়্যাল ব্যালে ও অপেরা কর্তৃপক্ষের অনুমোদিত নয় এবং আমাদের রাজনৈতিক নিরপেক্ষতা রক্ষার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’
ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে গাজাবাসীদের প্রতি সংহতি জানিয়ে অনেক স্থানেই ফিলিস্তিনি পতাকা ওড়াতে দেখা যায়।
রয়্যাল অপেরা হাউসের ঘটনাটির একটি ভিডিও ফুটেজে দেখা গেছে—ওই শিল্পী মঞ্চের পেছনে দাঁড়িয়ে নীরবেই বড় একটি ফিলিস্তিনি পতাকা মেলে ধরেন। একসময় তা আলতো করে নাড়ানও।
দর্শকেরা যখন করতালিতে অভিনন্দন জানাচ্ছিলেন, তখন মঞ্চের পেছন থেকে এক ব্যক্তি পতাকাটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু শিল্পী তা ঠেকিয়ে দেন এবং পুরো সময় তা ধরে রাখেন।
পাশে দাঁড়িয়ে থাকা দুই সহশিল্পীকে তাঁর দিকে ঝুঁকে পড়তে দেখা যায়। তবে সামনে থাকা অন্য শিল্পীরা মঞ্চের পেছনে কী ঘটছে, তা হয়তো বুঝতেই পারেননি।
উইংসে দাঁড়িয়ে থাকা কর্মকর্তারা চিৎকার করে কিছু বলতে থাকলেও ওই শিল্পী ছিলেন অনড়। ঘটনার সময় উপস্থিত দর্শকদের কেউ কেউ বিবিসিকে জানিয়েছেন, প্রতিবাদের সময় কিছুটা দুয়ো ধ্বনি শোনা যায়। কেউ কেউ এটিকে সমর্থনও করেছেন।
লন্ডনের বাসিন্দা ম্যাগদালিনি লিয়োসা ঘটনাটিকে ‘অত্যন্ত শক্তিশালী মুহূর্ত’ বলে বর্ণনা করেন এবং সেই শিল্পীকে ‘সাহসী’ আখ্যা দিয়েছেন।
অন্যদিকে গ্লসপের বাসিন্দা ক্রিস্টোফার মনে করেন, এই প্রতিবাদ একটি চমৎকার পরিবেশনার শেষ মুহূর্তটি নষ্ট করে দিয়েছে। তিনি বলেন, ‘আমরা যেখানে শুধু অভিনন্দনের মুহূর্ত উপভোগ করতে চেয়েছিলাম, সেখানে এটি সবকিছুর ওপর ছায়া ফেলে দেয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শক জানান, মঞ্চে পেছনের সেই ব্যক্তি পতাকাটি কেড়ে নিতে দুইবার চেষ্টা করেন এবং শুধু দ্বিতীয়বার টানা-হিঁচড়ার ঘটনাটিই ক্যামেরায় ধারণ হয়।
অভিযুক্ত শিল্পীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
ফিনল্যান্ডের পার্লামেন্ট সদস্য (এমপি) আননা কন্টুলা জানিয়েছেন, রাজনীতিতে আসার আগে দীর্ঘ সময় যৌনকর্মী হিসেবে কাজ করেছেন। শনিবার প্রকাশিত ‘হেলসিঙ্গিন সানোমাত’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ১৬ বছর বয়সে ছাত্রাবাসে থাকার সময় আর্থিক সংকট ও কৌতূহল থেকে তিনি ‘এসকর্ট’ হিসেবে কাজ শুরু করেছিলেন।
৯ ঘণ্টা আগেইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি দেশটির তেল খাতে দুর্নীতি ও চোরাচালানের অভিযোগে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, ইরানি অপরিশোধিত তেলকে ইরাকি তেলের সঙ্গে মিশিয়ে আন্তর্জাতিক বাজারে পাচারের অভিযোগ উঠেছে।
১২ ঘণ্টা আগেনিউজিল্যান্ডে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করার এক বছর পর নানা ধরনের অভিজ্ঞতা প্রকাশ পেয়েছে। সরকারের উদ্দেশ্য ছিল, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং ক্লাসে বিভ্রান্তি কমানো। কিন্তু এ সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
১৩ ঘণ্টা আগেইউরোপ ভ্রমণে যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয়—এমন অন্যান্য দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আসছে এই শরতে। এ ক্ষেত্রে কার্যকর হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বহু প্রতীক্ষিত ডিজিটাল বর্ডার সিস্টেম এন্ট্রি/এক্সিট সিস্টেম (ইইএস)।
১৪ ঘণ্টা আগে