Ajker Patrika

‘কুখ্যাত’ রুশ ক্যাপ্টেন ইগর মাঙ্গুশেভ ইউক্রেনে গুলিতে নিহত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ৫৩
‘কুখ্যাত’ রুশ ক্যাপ্টেন ইগর মাঙ্গুশেভ ইউক্রেনে গুলিতে নিহত

রুশ সেনাবাহিনীর ‘কুখ্যাত’ ক্যাপ্টেন ও ভাড়াটে ইগর মাঙ্গুশেভ মাথায় গুলিবিদ্ধ হওয়ার কয়েক দিন পর আজ বৃহস্পতিবার একটি হাসপাতালে মারা গেছেন। তাঁর বন্ধুদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

তবে মাঙ্গুশেভকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্ত্রী তাতায়ানা। ইগর মাঙ্গুশেভ রুশ অধিকৃত ইউক্রেনের লুহানস্কে একটি ড্রোন-বিরোধী ইউনিটের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ২০১৪ সালে ইউক্রেনের বাহিনীর সঙ্গে লড়াই করা একটি ভাড়াটে গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন। গত গ্রীষ্মে তাঁকে একটি মানুষের মাথার খুলি নিয়ে মঞ্চে দেখা গিয়েছিল। আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে বলা হয়েছে, খুলিটি ছিল ইউক্রেনের একজন যোদ্ধার। 

মাঙ্গুশেভের উত্থান একটি ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ইয়োনোট থেকে। পরে তিনি রাশিয়ার সবচেয়ে বড় ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভগিনি প্রিগোরিজিনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন। 

কয়েক দিন আগে অধিকৃত ইউক্রেনের কাদিভকা শহরের একটি চেক পয়েন্টে তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রুশ বাহিনী জানিয়েছে, ৪৫ ডিগ্রি কোনো তাঁর মাথার ওপরে গুলি করা হয়েছে। এ হত্যাকাণ্ডের তদন্ত করা হচ্ছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গুলিটি তার মস্তিষ্কে ঢুকেছিল বলে জানা গেছে। একটি ছবিতে দেখা গেছে, তিনি একটি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। 

প্রায় ১১ মাস ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। ইতিমধ্যে বহু মানুষ হতাহত হয়েছে। নিহত হয়েছেন উভয় পক্ষের বহু সেনা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল বুধবার যুক্তরাজ্য সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি যুক্তরাজ্যের তরফ থেকে আরও সহযোগিতা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত