Ajker Patrika

পুতিনকে আটকাতে গিয়ে মন্দার ঝুঁকিতে ইউরোপ

পুতিনকে আটকাতে গিয়ে মন্দার ঝুঁকিতে ইউরোপ

করোনা মহামারির কারণে ঘোষিত লকডাউন তুলে নেওয়ার পর গত বছরের দ্বিতীয়ার্ধেই ইউরোপে জ্বালানির দাম বাড়তে শুরু করে। এই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয় ইউক্রেন সংকট। আর রাশিয়াকে ইউক্রেন আক্রমণের শাস্তি দিতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে দেশটির ওপর নিষেধাজ্ঞা দেয় ইউরোপের দেশগুলো। কিন্তু এটিই এখন তাদের জন্য কাল হতে যাচ্ছে। 

এখনো ইউরোপের জ্বালানি চাহিদার প্রথম উৎস পুতিনের দেশ রাশিয়া। কিন্তু নিষেধাজ্ঞার খেলায় পুতিনের জবাব ছিল আরও কঠোর। ব্যাপক হারে ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছেন তিনি। নর্ডস্ট্রিম–১ পাইপলাইন দিয়ে জার্মানি, টার্কস্ট্রিম পাইপলাইন দিয়ে বুলগেরিয়া এবং ইয়ামাল দিয়ে পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ হচ্ছে। সর্বশেষ, এবার পুরো ইউরোপেই তেল ও গ্যাস সরবরাহ বন্ধ করতে যাচ্ছে দেশটি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, আর ও শঙ্কার প্রভাবে এরই মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে বেড়েই চলেছে তেল ও গ্যাসের দাম। জাপানের ইনভেস্টমেন্ট ব্যাংক নমুরা জানিয়েছে, ইউরোপের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। কয়েক মাসের মধ্যেই সেখানে কমে যাবে চাহিদা। এতে আরও বাড়বে দাম। এটিই নিয়ে যাবে মন্দার ঝুঁকির দিকে। নমুরা বলছে, আগামী বছরের গ্রীষ্মের মধ্যে ইউরোপের গড় জিডিপি ১.৭ শতাংশ কমে যাবে বলে তাঁদের ধারণা। 

এরই মধ্যে যুক্তরাষ্ট্রে মন্দার আভাস পাওয়া যাচ্ছে। মুদ্রাস্ফীতি, জ্বালানির মূল্যবৃদ্ধি, আন্তর্জাতিক ঝুঁকি এবং অনিশ্চয়তা বেড়েছে। ইউরোপও একই পথে হাঁটবে বলে পূর্বাভাস দিয়েছেন নমুরার অর্থনীতি বিশেষজ্ঞ জর্জ বাকলে। তিনি জানিয়েছেন, গত জুনে ইউরো জোনে মূল্যস্ফীতি বেড়েছে ৮.৬ শতাংশ, যা ১৯৯৯ সালের পর থেকে সর্বোচ্চ। 

যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট ব্যাংকের বিশ্লেষকেরা জানিয়েছেন, এর প্রভাব পড়বে রাশিয়াতেও। রাশিয়া যদি তেলের দৈনিক উৎপাদন ৫ মিলিয়ন ব্যারেল কমিয়ে দেয় তাহলে ব্যারেলপ্রতি দাম তিনগুণ বেড়ে ৩৮০ ডলার হবে। এমন শঙ্কার কারণেই মন্দার ঝুঁকিতে রয়েছে পুরো ইউরোপ। জার্মানির মতো দেশগুলোও দ্রুত রাশিয়ার বিকল্পের খোঁজ করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত