Ajker Patrika

নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারির পর প্রত্যাহার

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০৯: ৪১
নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারির পর প্রত্যাহার

নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার সকালে এ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।

এদিকে ভূমিকম্প বিশেষজ্ঞদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, কেরমাডেক দ্বীপপুঞ্জে উপকূল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামি আঘাত হানতে পারে। তবে অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, সুনামির আঘাত অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর এক প্রতিবেদনে বলেছে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ফিলিপাইনের কর্মকর্তারা জানিয়েছেন, সেসব দেশে সুনামির হুমকি নেই।

নিউজিল্যান্ডের সিভিল ডিফেন্সের বরাত দিয়ে মিরর আরও জানিয়েছে, ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। দক্ষিণ কেরমাডেক দ্বীপপুঞ্জ আপাতত সুনামির হুমকিতে নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত